জলপাইগুড়ি, 2 ডিসেম্বর: ফের ভূমিকম্প অনুভূত হল। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল 9.05 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.6। ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশের কুমিল্লা থেকে 48 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে সেই উৎপত্তি স্থল বাংলাদেশ হলেও এপার বাংলার বিস্তীর্ণ অংশে মৃদু কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনাও কেঁপে উঠেছে ৷
আজ সকালের অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল 55 কিলোমিটার। দ্রাঘিমাংশ 10.90 ও অক্ষাংশ 90.57 বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। এদিন কম্পন অনুভূত হয়েছে টাকি, বসিরহাট, মধ্যমগ্রাম, বারাসত, দমদম, নিউটাউন, রাজারহাট এলাকাতে কম অনুভূত হয়েছে ৷ তবে আতঙ্কের পরিস্থিতি হয়নি। উত্তরবঙ্গে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানা গিয়েছে, লাদাখেও ভূমিকম্প হয়েছে ৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ কেঁপে উঠেছে কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে 10 কিলোমিটার নীচে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.4 ৷