পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গের একাংশে ভূমিকম্প - earth quake

আজ সকালে জলপাইগুড়িতে অনুভূত হল ভূমিকম্প । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.0 ।

ছবি
ছবি

By

Published : Apr 26, 2020, 2:48 PM IST

জলপাইগুড়ি, 26 এপ্রিল : জলপাইগুড়িতে ভূমিকম্প অনুভূত হল । এক থেকে দুই সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি । আজ সকালে কম্পন অনুভূত হয় ।

ভারত-ভুটান সীমান্ত এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে । জলপাইগুড়ি ছাড়া আলিপুরদুয়ারেও একইভাবে কম্পন অনুভূত হয় । আজ সকাল 10টা 59 মিনিটে কয়েক সেকেন্ডে ভূমিকম্প হয় । বাড়ি ছেড়ে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসেন । ভূমিকম্পের তীব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । অনেকেই বুঝতেই পারেননি যে ভূমিকম্প হয়েছে ।

সিকিম আবহাওয়া অফিস সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.0 । গভীরতা ছিল 10 কিলোমিটার । জানা গেছে, 8 ফেব্রুয়ারি ও গত বছরের 24 ডিসেম্বরেও ঠিক একইভাবে জলপাইগুড়িতে ভূমিকম্প হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details