জলপাইগুড়ি, 18 সেপ্টেম্বর: সোমবার জেলায় জেলায় শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো উদযাপনে ব্যস্ত সকলেই ৷ এই দিন দেবতার পুজো হবে অথচ তাঁর বাহনের পুজো হবে না, তা কী হয়! তাই ঐরাবতের পুজোতে মেতে উঠলেন জলপাইগুড়িবাসী ৷ গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোড়া এলিফেন্ট ক্যাম্প ও রামশাইতে কুনকি হাতিদের পুজো করা হয়েছে এদিন।
প্রিয় হিলারি, বর্ষণ, রামি, যুবরাজ, মাধুরী, জেনিদের স্নান করিয়ে সাজিয়ে নিয়ে আসা হয় ৷ এরপর পুরোহিত পুজো করেন বিশ্বকর্মার বাহনকে। আজ জেনি, মাধুরি, কিরনরাজদের জন্য ছিল আলাদা মেনু। এদিন রীতিমতো উৎসবের আমেজ নিল গরুমারা, ধূপঝোড়া, মেদলার হাতি পিলখানাগুলোতে। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে আজ তাদের ছুটির দিন ৷ এদিন বনদফতরের কোনও কাজ করবে না তারা ৷
গরুমারা বন্যপ্রাণী বিভাগের অধীনে ছোট বড় মিলিয়ে মোট 21টি কুনকি হাতি রয়েছে। এদিন সকাল থেকেই ধূপঝোড়া, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল তুঙ্গে। সকালে তাদের স্নান করানোর পর সারা শরীরে সাদা চকের আঁকিবুঁকি, কপালে চন্দনের ফোঁটা ও গলায় ফুলের মালা পড়িয়ে পুজোর আয়োজন করা হয়। অপরদিকে সকাল থেকেই শুরু হয়ে যায় মহাভোজের আয়োজন।