জলপাইগুড়ি, 16 অক্টোবর : জেলা প্রশাসনের মুখ রাখতে উদ্বোধন করা হলেও উদ্বোধনের পরে প্যান্ডেল তৈরীর কাজ শুরু হল । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি পুজা মণ্ডপ উদ্বোধন কররেন । বর্তমানে তা অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে । মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া পুজা মণ্ডপের কাজ এখন চলছে জোড় কদমে । গত পরশুদিন জেলার দশটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তাই কোনও রকমে প্যান্ডেল করে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করা হয়েছিল ।
মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর জোর কদমে শুরু মণ্ডপ তৈরি কাজ - Jalpaiguri Durgapuja
গত 14 তারিখ বিকেল চারটায় সময় ভার্চুয়ালি জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । জলপাইগুড়ি শহরের কদমতলা সর্বজনীন পুজো কমিটিতে জেলা শাসক অভিষেককুমার তিওয়ারি , পুলিশ সুপার প্রদীপকুমার যাদব উপস্থিতিতে পুজোর উদ্বোধন করেছিলেন ।
গত 14 তারিখ বিকেল চারটায় সময় ভার্চুয়ালি জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । জলপাইগুড়ি শহরের কদমতলা সর্বজনীন পুজো কমিটিতে জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি , পুলিশ সুপার প্রদীপকুমার যাদব উপস্থিতিতে পুজোর উদ্বোধন করেছিলেন । যদিও এত অল্প সময়ের মধ্যে পুজো উদ্বোধনের অসুবিধা হলেও কোনওরকমে প্যান্ডেল ঢেকে প্রতিমা ছাড়াই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করানো হয় মুখ্যমন্ত্রীকে দিয়ে । কয়েক ঘন্টার মধ্যে পুজো উদ্বোধনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন পুজো কমিটিগুলো । মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও এখনও পুজো মণ্ডপ তৈরি হয়নি । এমনকি প্রতিমাও আসেনি বেশ কিছু জায়গায় । শহরের পাতকাটা অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার, সমাজপাড়া সর্বজনীন, রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন, রায়কতপাড়া বারোয়ারী ক্লাব,কদমতলা সার্বজনীন সহ শিলিগুড়ি সংলগ্ন আরও কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।