জলপাইগুড়ি, 13 অক্টোবর:প্রতি বছর সপরিবারে উমা আসেন এখানে ৷ তবে চারদিনের লম্বা সফরে নয় ৷ আসেন একদিনের জন্য ৷ একদিনেই ষষ্ঠী থেকে দশমীর পুজো সম্পন্ন হয় (Durga Puja of One day in Jalpaiguri)৷ দীর্ঘ 141 বছর ধরে এমনই একদিনের দুর্গাপুজো চলে আসছে জলপাইগুড়ির রংধামালীতে ৷
এখানে মহিলারা বনদুর্গা পুজোর দিন নতুন শাঁখা পরেন । এটাই ঐতিহ্য জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালী এলাকার মহারাজ মেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির । একদিনের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো (One Day Durga Puja)৷ তবে শুধু দুর্গাই নন, তার পাশাপাশি তিনটি কালী প্রতিমারও পুজো হয় একসঙ্গে ৷ যার মধ্যে দু'টি শ্যামবর্ণা ও একটি নীলবর্ণের কালী প্রতিমা (Different Durga Puja)৷
আরও পড়ুন :দশমীর পর দুর্গাপুজোয় মাতে এই গ্রাম, দেবী পূজিত হন সোনামতি রূপে