পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে সিটুর আন্দোলনে বন্ধ শপিং মল - রিলায়েন্স স্মার্ট

জলপাইগুড়িতে পুরসভা বাজারে রিলায়েন্সের একটি শপিং মলের উদ্বোধন হওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার। তার বিরুদ্ধে আন্দোলনে নামে সিটু। উদ্বোধনের আগেই ওই শপিং মল বন্ধ করে দেওয়া হল ।

due to protest of citu a reliance smart of jalpaiguri closed before inauguration
জলপাইগুড়িতে সিটুর আন্দোলনে বন্ধ হল রিলায়েন্সের শপিং মল

By

Published : Dec 29, 2020, 3:24 PM IST

জলপাইগুড়ি, 29 ডিসেম্বর : রিলায়েন্সকে ব্যবসা করতে দেওয়া হবে না হুঁশিয়ারি শ্রমিক সংগঠন সিটুর। তাই বন্ধ করে দেওয়া হল শপিং মলটি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।

কেন্দ্রীয় সরকার নতুন কৃষি আইনের মাধ্যমে চাষিরা সব কিছু ব্যবসায়ীদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে । সেই প্রতিবাদ আন্দোলন চলছে। দেশের যে সমস্ত ব্যবসায়িক সংস্থা ও শিল্পপতিদের বিজেপি ঘনিষ্ঠ বলে মনে করা হয়, তাঁরাই এখন রোষের মুখে। যাঁর মধ্যে অন্যতম মুকেশ আম্বানীর রিলায়েন্স গোষ্ঠী। জলপাইগুড়িতে তাই সিটুর প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়তে হল রিলায়েন্সকে।

আরও পড়ুন:"প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন", আন্দোলন তুলে নিতে কৃষকদের অনুরোধ হেমার

সেখানকার পুরসভা বাজারে রিলায়েন্সের একটি শপিং মলের উদ্বোধন হওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার। তার বিরুদ্ধে আন্দোলনে নামে সিটু। উদ্বোধনের আগেই ওই শপিং মল বন্ধ করে দেওয়া হল। সিটুর নেতা জিয়াউর আলম বলেন, "রিলায়েন্সের কর্মীদের কাজে নিশ্চয়তা নেই। তাঁদের বেতন ঠিক মতো বৃদ্ধি হয় না। মোদি এই সকল কোম্পানিগুলোকে মাথায় তুলছে মুনাফা লাভের জন্য। আজ এই রিলায়েন্স মার্টের উদ্বোধন ছিল। আমরা তা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না কর্মীদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ বন্ধ থাকবে। আমাদের সঙ্গে কর্মীরাও একমত হয়েছেন। আমরা কোনও ভাবেই সুষ্ঠু মীমাংসা ছাড়া রিলায়েন্সকে ব্যবসা করতে দেব না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details