জলপাইগুড়ি, 16 জুন : পৌরসভা বকেয়া টাকা দিচ্ছে না । তাই পৌরসভার কাজে কোনও ঠিকাদার কাজের জন্য আবেদনই করলেন না । বিপাকে জলপাইগুড়ি পৌরসভা (Jalpaiguri Municipality) ।
পাড়ায় সমাধান প্রকল্পে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে 37 টি নতুন কাজের তালিকা দেওয়া হয় । কিন্তু এই কাজের জন্য ঠিকাদার আবেদনই করলেন না । তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না, তাই নতুন কাজ আর করবেন না, এই অভিযোগ এনে কাজ করতে রাজি হলেন না । যদিও পৌরসভার চেয়ারম্যানের দাবি, পৌরসভার আর্থিক সংকট চলছে ৷ তাও সবাইকে টাকা দেওয়া হচ্ছে ।
জলপাইগুড়ি পৌরসভার এক ঠিকাদার সমীর ঘোষ বলেন, ‘‘পৌরসভার কাজ করে আমরা দীর্ঘদিন ধরেই বিল পাচ্ছি না ৷ তাই আমরা নতুন কাজ ধরতে আগ্রহী নই । আগে পৌরসভা আমাদের সঙ্গে আলোচনায় বসুক । তারপর আমরা ভাবব কাজ করব কি না ।’’