পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Municipality : বকেয়া না পাওয়ায় পৌরসভার কাজে আবেদনই করলেন না কোনও ঠিকাদার, অভিযোগ অস্বীকার জলপাইগুড়ির পৌরপ্রধানের - জলপাইগুড়ি পৌরসভা

জলপাইগুড়ি পৌরসভার (Jalpaiguri Municipality) পক্ষ থেকে পাড়ায় সমাধান প্রকল্পে 37 টি নতুন কাজের তালিকা দেওয়া হয় । এর জন্য ঠিকাদার আবেদনই করলেন না । অভিযোগ, বকেয়া মেটায়নি পৌরসভা ৷ তাই আবেদন করা হয়নি ৷ অভিযোগ অস্বীকার পৌর কর্তৃপক্ষের ৷

due-to-payment-clearance-issues-contractors-in-jalpaiguri-unwilling-to-work-with-municipality
Jalpaiguri Municipality : বকেয়া না পাওয়ায় পৌরসভার কাজে আবেদনই করলেন না কোনও ঠিকাদার, অভিযোগ অস্বীকার জলপাইগুড়ির পৌরপ্রধানের

By

Published : Jun 16, 2022, 2:39 PM IST

জলপাইগুড়ি, 16 জুন : পৌরসভা বকেয়া টাকা দিচ্ছে না । তাই পৌরসভার কাজে কোনও ঠিকাদার কাজের জন্য আবেদনই করলেন না । বিপাকে জলপাইগুড়ি পৌরসভা (Jalpaiguri Municipality) ।

পাড়ায় সমাধান প্রকল্পে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে 37 টি নতুন কাজের তালিকা দেওয়া হয় । কিন্তু এই কাজের জন্য ঠিকাদার আবেদনই করলেন না । তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না, তাই নতুন কাজ আর করবেন না, এই অভিযোগ এনে কাজ করতে রাজি হলেন না । যদিও পৌরসভার চেয়ারম্যানের দাবি, পৌরসভার আর্থিক সংকট চলছে ৷ তাও সবাইকে টাকা দেওয়া হচ্ছে ।

জলপাইগুড়ি পৌরসভার এক ঠিকাদার সমীর ঘোষ বলেন, ‘‘পৌরসভার কাজ করে আমরা দীর্ঘদিন ধরেই বিল পাচ্ছি না ৷ তাই আমরা নতুন কাজ ধরতে আগ্রহী নই । আগে পৌরসভা আমাদের সঙ্গে আলোচনায় বসুক । তারপর আমরা ভাবব কাজ করব কি না ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা ঠিকাদাররা সবাই সিদ্ধান্ত নিয়েছি কেউ কাজের আবেদন করব না । পৌরসভা কর্তৃপক্ষ আমাদের ডেকে আলোচনা করুক । কারণ, আমাদের সংসার আছে । কাজের টাকা না পেলে কাজ করব কী করে । জলপাইগুড়ি পৌরসভা পাড়ায় সমাধান প্রকল্পে 25টি ওয়ার্ডে কাজের জন্য 37 টা কাজের তালিকা দিয়েছে । আমরা কেউ কাজের জন্য আবেদন করিনি ।’’

এদিকে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, ‘‘টাকা দেওয়া হচ্ছে না, এটা ঠিক নয় । আমাদের আর্থিক একটা সংকট আছে ঠিকই । কিন্তু তাও আমরা সবাইকে অল্প অল্প করে টাকা দিচ্ছি । আজ কেউ কাজের জন্য আবেদন করিনি ৷ এটা আমার জানা নেই । আশাকরি আগামীতে সমস্যার সমাধান হবে ।’’

আরও পড়ুন :Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

ABOUT THE AUTHOR

...view details