পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC আতঙ্কে কুয়োয় ঝাঁপ ? - due to NRC panic youth suicide at jalpaiguri

পরিবারের দাবি, NRC আতঙ্কেই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন সাবের আলি ৷ জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার ঘটনা ৷

আত্মঘাতী যুবক

By

Published : Sep 25, 2019, 9:30 AM IST

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিশেষভাবে সক্ষম যুবক ৷ জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার ঘটনা ৷ পরিবারের দাবি, NRC আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷

মৃতের নাম সাবের আলি (32) ৷ পেশায় চাষি ৷ NRC নিয়ে অন্যান্য গ্রামবাসীদের মতই আতঙ্কিত ছিল সাবের ৷ পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই ভোটার কার্ড ও আধার কার্ডে নাম সংশোধনের জন্য ঘোরাঘুরি করছিলেন ৷ মানসিক অবসাদে গতকাল দুপুরে বাড়ির কুয়োয় ঝাঁপ দেন ৷ চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন ৷ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

মৃত যুবকের আত্মীয় ইয়াকত আলি বলেন, "NRC-র কাগজপত্র নিয়ে কয়েকদিন থেকেই খুব টেনশনে ছিল ৷ আজ হঠাৎ করে শুনলাম ও কুয়োয় ঝাঁপ দিয়েছে ৷"

NRC সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও এ রাজ্যে জারি হয়নি ৷ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে NRC হবে না ৷ তাই অযথা আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে ৷ তবুও NRC নিয়ে আতঙ্কের কারণে মৃত্যুর অভিযোগ কেন ? প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞমহল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details