পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষক আন্দোলনেই হার রাজ্যের ? গজলডোবায় সাইনবোর্ড সরাল প্রশাসন - gajoldoba

গজলডোবাতে হেলিপ্যাডের জন্য যে জমিতে প্রশাসনের সাইনবোর্ড টাঙানো হয়েছিল, তা খুলে নেওয়া হয় । কিন্তু কেন এই সাইনবোর্ড খুলে নেওয়া হল সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি ।

এই সেই সাইনবোর্ড

By

Published : Jun 8, 2019, 8:22 PM IST

Updated : Jun 8, 2019, 10:28 PM IST

জলপাইগুড়ি, 8 জুন : কৃষক আন্দোলনের কাছে হার মানল রাজ্য সরকার ?

গজলডোবাতে হেলিপ্যাডের জন্য যে জমিতে প্রশাসনের সাইনবোর্ড টাঙানো হয়েছিল, তা খুলে নেওয়া হয় । কিন্তু কেন এই সাইনবোর্ড খুলে নেওয়া হল সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি । গতকাল পর্যটনমন্ত্রী গৌতম দেব গজলডোবায় গেলে তাঁকে কালো পতাকা দেখিয়ে "go back" স্লোগান দেওয়া হয় । এরপরই জমির কোনও পাট্টা আছে কি না তা খতিয়ে দেখা হয় । সূত্রের খবর, বেশ কিছু জায়গায় স্থানীয় কৃষকদের সরকারের তরফ থেকেই জমির পাট্টা দেওয়া হয়েছে । তাই সেই জায়গা থেকে প্রকল্প তুলে নিয়ে সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই সংক্রান্ত আরও খবর: গজলডোবায় মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, 'ভোরের আলো' প্রকলপ নিয়ে একটি বৈঠক হয় । কিছু সমস্যা আছে, তাই সরকারি সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে । আসলে, ভূমি ও ভূমি-রাজস্ব দপ্তর জমি চিহ্নিতকরণের কাজে ভুল করেছিল । ভুল করে পাট্টা আছে, এমন জমিকেও চিহ্নিতকরণ করেছিল । সরকারি খাস জমিতেই হেলিপ্যাড তৈরি হবে । কোনওরকম ভুল করতে রাজি নই । BJP-কে কোনওভাবেই রাজনৈতিক ফায়দা লুটতে দেব না ।

সরকারি সাইনবোর্ড

গজলডোবা ভূমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন, "কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড নির্মাণের চেষ্টা করছিল । আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি । আমরা উন্নয়নের পক্ষে কিন্তু কৃষকদের জমি দখল করে উন্নয়নের বিপক্ষে ।"

এই সংক্রান্ত আরও খবর: গজলডোবায় অন্ধকারে মমতার 'ভোরের আলো', খুঁটি উপড়ে চাষবাসের সিদ্ধান্ত !

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই BJP-র ছত্রছায়ায় ভূমিরক্ষা কমিটি গড়ে আন্দোলন শুরু করেছিল স্থানীয় কৃষকরা । গতকাল ঘটনাস্থান থেকে ঘুরে এসে গৌতম দেব জানিয়েছিলেন, কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চিও জমি নেওয়া হবে না । এর 24 ঘণ্টার মধ্যেই প্রশাসনের তরফে সরকারি সাইনবোর্ড খুলে নিয়ে যায় ।

Last Updated : Jun 8, 2019, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details