শিলিগুড়ি, 24 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যুর পরই তৎপর বন দফতর । ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামীতে যাতে আর ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য রাতারাতি প্রস্তুতি নিল জলপাইগুড়ি বন বিভাগ (Jalpaiguri Forest Department)। তবে শুধু মাধ্যমিক নয়, এখন থেকে সমস্ত বোর্ড, চাকরি, জয়েন্ট, সরকারি ও বেসরকারি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল বন বিভাগ ।
জলপাইগুড়ির ওই ঘটনার পরই নয় জেলার বন বিভাগের সমস্ত বনকর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে । এমনকী জরুরি ছাড়া ছুটিতে থাকা আধিকারিক ও কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এদিন । এছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছেন খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Forest Minister Jyotipriyo Mullick)। ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশের অরণ্য ভবনে বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক, জঙ্গল ও বন অধ্যুষিত জেলার জেলাশাসকদের নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেন বনমন্ত্রী । বৈঠকে বনমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত, প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় উপস্থিত ছিলেন । সেখানে মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা থেকেই পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী ৷ অতিরিক্ত নজরদারির পাশাপাশি বন বিভাগের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম । যার নম্বর 94331-47904 । পরীক্ষার ক'দিন মন্ত্রী নিজে কন্ট্রোল রুমে বসবেন এবং গোটা পরিস্থিতির নজরদারি করবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন :দেওয়া হল না মাধ্যমিক, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বুনো হাতির হামলায় মৃত ছাত্র