পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Killed Madhyamik Examinee: হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে তৎপর বনদফতর, ছুটি বাতিলের নির্দেশ

হাতির হানায় মাধ্যমিক পড়ুয়ার মৃত্যু থেকে শিক্ষা নিল বন দফতর (Jalpaiguri News)৷ জরুরি ছাড়া সমস্ত বনাধিকারিক ও কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ৷

Etv Bharat
বন দফতরের বৈঠক

By

Published : Feb 24, 2023, 7:03 AM IST

Updated : Feb 24, 2023, 7:20 AM IST

বন দফতরের ভার্চুয়াল বৈঠক

শিলিগুড়ি, 24 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যুর পরই তৎপর বন দফতর । ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামীতে যাতে আর ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য রাতারাতি প্রস্তুতি নিল জলপাইগুড়ি বন বিভাগ (Jalpaiguri Forest Department)। তবে শুধু মাধ্যমিক নয়, এখন থেকে সমস্ত বোর্ড, চাকরি, জয়েন্ট, সরকারি ও বেসরকারি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল বন বিভাগ ।

জলপাইগুড়ির ওই ঘটনার পরই নয় জেলার বন বিভাগের সমস্ত বনকর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে । এমনকী জরুরি ছাড়া ছুটিতে থাকা আধিকারিক ও কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এদিন । এছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছেন খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Forest Minister Jyotipriyo Mullick)। ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশের অরণ্য ভবনে বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক, জঙ্গল ও বন অধ্যুষিত জেলার জেলাশাসকদের নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেন বনমন্ত্রী । বৈঠকে বনমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত, প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় উপস্থিত ছিলেন । সেখানে মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা থেকেই পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী ৷ অতিরিক্ত নজরদারির পাশাপাশি বন বিভাগের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম । যার নম্বর 94331-47904 । পরীক্ষার ক'দিন মন্ত্রী নিজে কন্ট্রোল রুমে বসবেন এবং গোটা পরিস্থিতির নজরদারি করবেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন :দেওয়া হল না মাধ্যমিক, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বুনো হাতির হামলায় মৃত ছাত্র

এই বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "এই ঘটনাটা আমাদের শিক্ষা দিয়ে গেল । আমাদের কাঁপিয়ে দিয়েছে । সেজন্য এক বিন্দুও সময় নষ্ট না করে কড়া পদক্ষেপ করা হচ্ছে । পরীক্ষা দিতে যাওয়ার সময় জঙ্গল ও জঙ্গল অধ্যুষিত এলাকায় বনকর্মীরা গাড়ি নিয়ে প্রস্তুত থাকবে । পরীক্ষার্থীদের পরীক্ষার আগে ও পরে জঙ্গল পাড় করিয়ে দেওয়া হবে । বসানো হবে ড্রপ গেট । কন্ট্রোল রুম খোলা হয়েছে । সকাল আটটা থেকে বিকেল ছ'টা পর্যন্ত তা খোলা থাকবে । পরীক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার পর রিপোর্ট করতে বলা হয়েছে । আর এখন থেকে প্রতিটা পরীক্ষায় এই কাজ করা হবে ।"

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার বনকর্মী থেকে আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । পরীক্ষার্থীদের জঙ্গল পাড় করিয়ে দেওয়ার জন্য পরিবহণ দফতর ও জেলা প্রশাসনের থেকে অতিরিক্ত গাড়ি চাওয়া হয়েছে । প্রয়োজনে সেইসব গাড়ির ভাড়া দেবে বন বিভাগ । সচেতনতামূলক প্রচারের জন্য জঙ্গল ও জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং করা হবে । জঙ্গলের আশেপাশে হাতি বা হাতির পাল থাকলে তৎক্ষণাৎ সেটিকে চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী । বন বিভাগের তরফে ইতিমধ্যে মৃত পরীক্ষার্থী অর্জুন দাসের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন :চোখের সামনে হাতি ছেলেকে তুলে আছাড় মারল, আক্ষেপ বিষ্ণু দাসের

Last Updated : Feb 24, 2023, 7:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details