জল্পেশ, 26 জুলাই : জল্পেশ জল ঢালতে পুণ্যার্থী নেই ৷ উত্তরবঙ্গের বিখ্যাত শৈব তীর্থ জল্পেশ । প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষাধিক পুণ্যার্থী জল্পেশ মন্দিরে জল ঢালতে আসেন ৷ কিন্তু এবার শ্রাবণী মেলা বন্ধ, ফলে পুণ্যার্থীর সংখ্যাও হাতেগোনা ৷ ফলে বিপাকে পড়েছেন জল্পেশের ব্যবসায়ীরা ।
করোনা নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিনের দু‘টো ডোজ় দেওয়া থাকলে তবেই মন্দিরে প্রবেশে ছাড় মিলছে । এই অবস্থায় মন্দিরে চত্বরে, তিস্তা সেতুর দু'পাশে পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীদের রুটি-রুজিতে টান পড়েছে ৷ অথচ কিছুদিন আগেও শ্রাবণী মেলায় নেপাল, ভুটান, অসম থেকে পুণ্যার্থীরা আসতেন ৷ জমে উঠত মেলা ৷ দু'পয়সা রোজগার হত দোকানিদের ৷ গত বছর থেকেই সে সব বন্ধ ৷ জল্পেশ মন্দিরের পুরোহিত গোপাল ভট্টাচার্য জানালেন, করোনার কারণে পুণ্যার্থী নেই বললেই চলে । জল্পেশের বহু মানুষের অর্থনৈতিক ভিত্তি এই জল্পেশ মন্দির । তাঁরা অসুবিধায় পড়েছেন তো বটেই, এমনকী তীর্থযাত্রীর আনাগোনা কমায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত জল্পেশ মন্দির কর্তৃপক্ষও ।