জলপাইগুড়ি, 11 জুলাই: জঙ্গলে ড্রোন উড়িয়ে সিনেমার শুটিং চলছিল । বাজেয়াপ্ত করা হল ড্রোন । রবিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট বনাঞ্চলের অন্তর্গত খুঁটিমারী বীট এলাকায় ।
জঙ্গলে ড্রোন উড়িয়ে শুটিং-এর বিরোধিতা করেন স্থানীয়রা । তাঁদের চাপে ড্রোন নামিয়ে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয় ওই ফিল্মের প্রযোজক সংস্থা । জঙ্গলে ড্রোন উড়িয়ে শুটিং-এর খবর পেয়েই বনদফতর এসে বাজেয়াপ্ত করে সেটি (Drone seized during shooting of a movie in Jalpaiguri) ।
জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত বনাঞ্চলে কলকাতার এক প্রযোজনা সংস্থার ফিল্মের শুটিং চলছিল । শুটিং-এ বাইক নিয়ে একটি মুহূর্তের শুটিং করছিলেন অভিনেতা । খুঁটিমারী জঙ্গলের মাঝে ড্রোন ওড়ানো হয় বলে অভিযোগ । আর এই ড্রোন ওড়াতেই স্থানীয় বাসিন্দারা সেটিকে নামানোর জন্য ওই সংস্থাকে চাপ দেন । এরপর ড্রোন নামিয়ে দেয় সংস্থা ।
আরও পড়ুন:অজগর ধরতে গিয়ে কামড়, সাপ নিয়ে সোজা হাসপাতালে ছাত্র
জলপাইগুড়িতে সিনেমার শুটিং চলাকালীন ড্রোন বাজেয়াপ্ত করল বনদফতর মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা এসে সেই ড্রোন বাজেয়াপ্ত করে (Drone seized by Forest Department)। বনদফতরের তরফে জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে ড্রোন ওড়ানোর অভিযোগে একটি ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে । কার অনুমতিতে শুটিং চলছিল খতিয়ে দেখা হচ্ছে । রেঞ্জার রাজকুমার পাল বলেন, "ড্রোন ওড়ানোর কোনও অনুমতি ছিল না । আমরা আইনানুগ ভাবে ড্রোন বাজেয়াপ্ত করেছি ।"