জলপাইগুড়ি, 16 অগস্ট: রেললাইনে হাতি । ব্রেক কষে তার প্রাণ বাঁচিয়ে বাহবা কুড়োলেন ট্রেন চালক । ট্রেনের ধাক্কায় পর পর হাতির মৃত্যুর ঘটনায় রেল দফতরের বিরুদ্ধে আঙুল উঠেছিল । তারপরই হোয়াটস অ্যাপের মাধ্যমের যোগাযোগ করে চলছিল বন দফতর ও রেল ৷ রেললাইনে হাতির উপস্থিতি টের পেতে নয়া প্রযুক্তিও আনা হয় ৷ এর মধ্যেই বুধবার রেললাইনে হাতি চলে আসায় ট্রেন দাঁড় করিয়ে বন্যপ্রাণীটিকে বাঁচালেন ট্রেন চালক । ট্রেন চালকের ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলো ।
আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে বিভাগ থেকে জানানো হয় আজ 75741 আপ শিলিগুড়ি থেকে ধুবরিগামী প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট জিতেন্দ্র কুমার ও ডি কুমার লক্ষ্য করেন রেলওয়ে ট্র্যাকের পাশেই একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে । হাতির করিডোর থাকায় ট্রেনটি ধীরেই চালানো হচ্ছিল । ফলে ট্রেনটিকে ব্রেক কষে দাঁড় করানো সম্ভব হয় । ধীরে ধীরে হাতিটি রেল লাইনের ওপরে উঠে আসে । সেই সময় এই প্যাসেঞ্জার ট্রেনের হর্ন বাজিয়ে ট্রেনের চালক হাতিকে রেললাইন থেকে সরিয়ে দিয়ে ফের ট্রেন চালান । বেশ কিছুক্ষণ হাতিটি লাইনে থাকার কারণে ট্রেনটিকে দাঁড় করানো হয় জঙ্গলের মাঝে ।
আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি