জলপাইগুড়ি, 30 মে : ট্রেন দাঁড় করিয়ে রেললাইন থেকে বুনো হাতি বাঁচালেন ট্রেন চালক ৷ আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে বিভাগ সুত্রে জানা গিয়েছে, রবিবার বামনহাট-শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট একে মিশ্রা ও অভিষেক সাউ লক্ষ্য করেন রেলওয়ে ট্র্যাকের পাশেই দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে । ধীরে ধীরে হাতিটি রেল লাইনের ওপরে উঠে আসছে । সেই সময় প্যাসেঞ্জার ট্রেনের ব্রেক কষে হাতিকে বাঁচান ট্রেনের চালক (Driver Save Elephant Life)।
জানা যায়, নাগরাকাটা ও চালসার মাঝে রেলওয়ে ট্র্যাকের ওপর হাতিটি জঙ্গলের মধ্যে রেললাইন পারাপার করছিল । দূর থেকে দেখে ট্রেন চালক ব্রেক কষে হাতিটিকে বাঁচান ।