পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজে উৎসাহিত করতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জলপাইগুড়িতে - felicitated

ডাক্তার, নার্স, সাফাইকর্মীদের কাজে উৎসাহিত করতে উদ্যোগ নিলেন জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল । COVID-19 হাসপাতালের সংবর্ধনা দেওয়া হয় তাঁদের ।

felicitated
সংবর্ধনা

By

Published : Apr 15, 2020, 11:32 AM IST

জলপাইগুড়ি, 15 এপ্রিল: তাঁদের ছুটি নেই । লকডাউনে বাকি সবাই ঘরবন্দী । কিন্তু তাঁরা সর্বক্ষণ ময়দানে নেমেই লড়াই চালিয়ে যাচ্ছেন কোরোনা মোকাবিলায় । তাঁরা আর কেউ নন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন । তাঁরা ডাক্তার, নার্স, সাফাইকর্মী । গতকাল ছিল বাংলার নববর্ষ । কিন্তু সেই দিনেও কাছে পাননি পরিবারকে । দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে বড় দায়িত্ব যে তাঁদেরই । তাঁদের এবার পরিরবার থেকে দূরে থেকেই কাজ করতে হল । সব ভুলে লড়াই করা এই "সৈনিকদের" পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে সংবর্ধনার ব্যবস্থা করলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় ।

গতকাল জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া কোরোনা হাসপাতালে যান সৈকতবাবু । জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের ফুল, মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । তাঁদের কাজে উৎসাহিত করেন । পাশাপাশি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নরকেও ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

সৈকত চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা সংক্রমণ মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার, নার্স, সাফাইকর্মীরা সাহসের সঙ্গে কাজ করছেন । এইসব মানুষকে স্যালুট ও কৃতজ্ঞতা জানাই । নববর্ষের দিন তাঁদের সামান্য ফুল, মিষ্টি দিয়ে সংবর্ধনা দিলাম ।"

ABOUT THE AUTHOR

...view details