পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়শ্রীরাম বলে যেখানে খুশি বসে পড়া কাজের নয় : গৌতম দেব

গজলডোবায় ভোরের আলো প্রকল্প নিয়ে মুখ খুললেন গৌতম দেব । বললেন, জয়শ্রীরাম বলে যেখানে সেখানে বসে পড়া কোনও কাজের বিষয় নয় ।

গৌতম দেব

By

Published : Jun 20, 2019, 10:42 PM IST

জলপাইগুড়ি, 20 জুন : "জয়শ্রীরাম বলে যেখানে সেখানে বসে পড়া কোনও কাজের বিষয় নয় ।" BJP-কে আক্রমণ করে আজ একথা বলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । পাশাপাশি তিনি বলেন, সরকার কোনও সংঘাত চায় না । তাই জমি ছেড়ে দেওয়া হয়েছে ।

গজলডোবাতে রাজ্য সরকারের পর্যটন প্রকল্প ভোরের আলো করতে গিয়ে বার বার বাধার মুখে পড়তে হয়েছে পর্যটন দপ্তরকে । কৃষকদের অভিযোগ ছিল, সম্পূর্ণ অন্ধকারে রেখেই তাদের জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । এরপরেই BJP-র ছাতার তলায় এসে ভূমি রক্ষা কমিটির নাম দিয়ে আন্দোলনে নামেন কৃষকরা । আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামে ভারতীয় কিষান মোর্চা ।

8 জুন কৃষকদের আন্দোলনের জেরে প্রশাসনের তরফে প্রকল্পের সাইনবোর্ড খুলে নেওয়া হয় । 10 জুন জয়শ্রীরাম ধ্বনি দিয়ে সেই জমিতে চাষ শুরু করে কৃষকরা । আজ সেইবিষয়ে জিজ্ঞাসা করা হলে গৌতম দেব বলেন, "আমরাও রামচন্দ্রকে বিশ্বাস করি । পুজোটা নিজের বিশ্বাসের বিষয় । কিন্তু তার মানেই জয়শ্রীরাম বলে যেখানে সেখানে বসে পড়া কোনও কাজের বিষয় নয় । আমরা তো বলেছিলাম কাগজপত্র নিয়ে আসতে । কিন্তু আসেনি । জোর করে সরকারি জমিতে ট্রাক্টর লাগিয়ে রেখেছে । আমরা সংঘাত চাই না । তাই পিছনের দিকে সরকারের অনেক জমি আছে । সেখানে আমরা কাজ শুরু করেছি । কৃষকদের কাছে কাগজ নেই । তাও ওরা যদি ওই জমিতে ধান, পাট, ভুট্টা চাষ করতে পারে তাহলে করুক । ওখানে যারা আছে তারা বাইরের লোক । "

8 জুন গজলডোবায় গৌতম দেবকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । তখন তিনি জানান, জমির পাট্টা থাকলে এক ইঞ্চি জমিও সরকার নেবে না । এবিষয়ে তিনি বলেন, "কোনও পাট্টার কাগজ দেখাতে পারেনি । তাও আমরা কৃষকদের সঙ্গে নমনীয় ব্যবহার করছি । কোনও কৃষকদের সঙ্গে আমাদের সংঘাত নেই । কিন্তু তথাকথিত যারা বিশৃঙ্খলার সৃষ্টি করছে । বাংলাকে রিক্ত করতে চাইছে । তাদের বিচার মানুষ আগামীদিনে করবে । মানুষকে ছাড়া, উন্নয়ন ছাড়া, শুধু সংকীর্তন করে পেট ভরবে না । "

উড়ালপুল প্রসঙ্গে গৌতমবাবু বলেন, "উড়ালপুল নিয়ে কোনও জট নেই । কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে । কাউকে ছাড়া হবে না । আমি নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেব । আমাদের দুর্বল ভাববেন না । বহু আন্দোলন করে এই জায়গায় এসেছি । কাউকে পরোয়া করি না । "

ABOUT THE AUTHOR

...view details