পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনি, মার খেয়ে বাঁচালেন 2 পুলিশকর্মী

ছেলেধরা সন্দেহে অজ্ঞাতপরিচয় মূক ও বধির মহিলার পথ আটকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা । মূক ও বধির হওয়ায় তাদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই মহিলা ৷ এরপরই তাকে মারধর শুরু করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুই পুলিশকর্মী ৷ তাঁরা সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন ৷ স্থানীয়রা তাঁদেরও মারধর শুরু করে ৷ ভারত-ভুটান সীমান্ত এলাকায় জিতি চা বাগানের বর্ডার লাইন শ্রমিক বস্তির ঘটনা ।

ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনি

By

Published : Jul 24, 2019, 10:05 AM IST

Updated : Jul 24, 2019, 1:36 PM IST

জলপাইগুড়ি, 24 জুলাই : ফের ছেলেধরা সন্দেহে এক মূক ও বধির মহিলাকে গণপিটুনি ৷ তাঁকে বাঁচাতে গিয়ে জখম হলেন দুই পুলিশকর্মী ৷ ভারত-ভুটান সীমান্ত এলাকায় জিতি চা বাগানের বর্ডার লাইন শ্রমিক বস্তির ঘটনা । জখম ওই দুই অফিসার সঞ্জয় ঘোষ এবং শুভজিৎ চক্রবর্তী ।

জখম 2 পুলিশকর্মী

গতকাল ছেলেধরা সন্দেহে অজ্ঞাপরিচয় ওই মূক ও বধির মহিলার পথ আটকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা । মূক ও বধির হওয়ায় তাদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই মহিলা ৷ এরপরই তাঁকে মারধর শুরু করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দুই পুলিশকর্মী ৷ তাঁরা সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন ৷ স্থানীয়রা তাঁদেরও মারধর শুরু করে ৷ খবর পেয়ে নাগারাটা থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন ৷ প্রসঙ্গত, সোমবার নাগরাকাটায় গণপিটুনিতে খুন হন এক বহুরূপী । ওই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন :নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে মাথা থেঁতলে খুন

কিন্তু, বারবার কেনও ঘটছে একই ঘটনা? কারা কী কারণে ছড়াচ্ছে এই গুজব? এই কাজে ইন্ধনই বা যোগাচ্ছে কারা?
এই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক ৷ মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, "এই ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে । যারা এই কাজে জড়িত বা যারা ইন্ধন যোগাচ্ছে কাউকে ছাড়া হবে না ।"

Last Updated : Jul 24, 2019, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details