জলপাইগুড়ি, 26 মার্চ : দ্বিতীয় দফায় জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এই আসনে দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন BJP-র দ্বিপেন প্রামাণিক। যদিও জলপাইগুড়ি আসনে BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়। তবে রাজ্য সরকার এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেনি। স্ক্রুটিনিতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। তাই ফের মনোনয়ন BJP-র।
BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায় মনোনয়ন জমা দেবার পরও ফের কেন মনোনয়ন ? এর উত্তরে BJP নেতা মুকুল রায় বলেন, "আমাদের প্রার্থী হচ্ছেন জয়ন্ত রায়। সব দলই পিছনে অপর একজন প্রার্থী রাখে। কারণ যদি প্রথমজন বাতিল হয়ে যায় তাহলে দ্বিতীয় প্রার্থী দলের হয়ে লড়বে। ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফাপত্র রাজ্য সরকার গ্রহণ করেনি। এই সরকার অগণতান্ত্রিক, আমরা সরকারকে চাপ দেব ইস্তফা গ্রহণ করার জন্য।"