পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইস্তফা মঞ্জুর করেনি রাজ্য, দ্বিতীয় প্রার্থী পেশ BJP-র - dipen pramanik

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন BJP-র দ্বিপেন প্রামাণিক।

দ্বিপেন প্রামাণিক

By

Published : Mar 26, 2019, 5:57 PM IST

জলপাইগুড়ি, 26 মার্চ : দ্বিতীয় দফায় জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এই আসনে দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন BJP-র দ্বিপেন প্রামাণিক। যদিও জলপাইগুড়ি আসনে BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়। তবে রাজ্য সরকার এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেনি। স্ক্রুটিনিতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। তাই ফের মনোনয়ন BJP-র।

BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায় মনোনয়ন জমা দেবার পরও ফের কেন মনোনয়ন ? এর উত্তরে BJP নেতা মুকুল রায় বলেন, "আমাদের প্রার্থী হচ্ছেন জয়ন্ত রায়। সব দলই পিছনে অপর একজন প্রার্থী রাখে। কারণ যদি প্রথমজন বাতিল হয়ে যায় তাহলে দ্বিতীয় প্রার্থী দলের হয়ে লড়বে। ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফাপত্র রাজ্য সরকার গ্রহণ করেনি। এই সরকার অগণতান্ত্রিক, আমরা সরকারকে চাপ দেব ইস্তফা গ্রহণ করার জন্য।"

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দ্বিতীয় BJP প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিলেন দ্বিপেন প্রামাণিক। 2009 সালের লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। বর্তমানে BJP-র উত্তরবঙ্গের সহকারি আহ্বায়ক। দ্বিপেন প্রামাণিক বলেন, "আমি 11 বছর জলপাইগুড়ি জেলা BJP-র সভাপতি ছিলাম। এখন উত্তরবঙ্গের দায়িত্বে রয়েছি। আমাকে দলের তরফে গতকাল রাতে মনোনয়ন জমা দিতে বলা হয়। তাই মনোনয়ন জমা দিলাম। এই বিষয়ে মুকুল রায় যা বলার বলেছেন, আমি কিছু বলতে চাই না।

ডাঃ জয়ন্ত রায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক। লোকসভার প্রার্থী পদের জন্য তিনি রাজ্য সরকারের কাছে ইস্তফাপত্র জমা করলেও রাজ্য সরকার তা এখনও মঞ্জুর করেনি। ফলে মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাতিল হতে পারে। তাই দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করল।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details