জলপাইগুড়ি , 30 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ তবে দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে বাজার ৷ এমনটাই নির্দেশ কেন্দ্রের ৷ তাই দিনের নির্দিষ্ট সময়ে বাজার করতে আসছে প্রচুর মানুষ ৷ ছোটো পরিসরের বাজারে মানা যাচ্ছে না সোশাল ডিসট্যান্সিং ৷ একারণে জলপাইগুড়ি শহরের দিনবাজারের ক্রেতাদের ভিড় এড়াতে বাজার সরিয়ে দেওয়া হল । আজ প্রশাসনের তরফে দিনবাজার সরিয়ে দেওয়া হল করলা সেতুর ধারে ৷
প্রশাসনের তরফে অভিযোগ, মানুষজন প্রতিদিনই লকডাউন না মেনে বাজারে ভিড় বাড়াচ্ছে ৷ এই অবস্থায় কোরোনা সংক্রমণ রুখতে এবার সোশ্যাল ডিস্টেন্স মেনে করলা নদীরা ধারে ফাঁকা জায়গায় বাজার বসানো হল ৷ দিনবাজারের দোকান অত্যন্ত ঘিঞ্জি ৷ ক্রেতাদের ভিড় বেড়েই চলছিল । মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব ৷ আজ থেকে জলপাইগুড়ির দিনবাজার থেকে সবজি-সহ অন্যান্য ব্যবসায়ীদের সরিয়ে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পিছনে করলা নদীর ধারে বসানো হয়েছে ।