জলপাইগুড়ি, 10 অগস্ট: স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে জওয়ানদের পরিবারের সঙ্গে সময় কাটালেন বিএসএফের ডিআইজি । দেশত্ববোধক গান গেয়ে জওয়ানদের উৎসাহিতও করলেন তিনি (DIG of BSF Sang Patriotic Songs to Encourage the Soldiers) । 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্পাসে ৷ রানীনগরের গল্ফ গ্রাউন্ডের এই অনুষ্ঠানে হাতে জাতীয় পতাকা আর কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে উৎসবে মেতে উঠলেন জওয়ান থেকে আধিকারিক সবাই । দেশাত্মবোধক গানে গলা মিলিয়ে ডিআইজি এলবিএফএফ জওয়ানদের উৎসাহিত করলেন ।উপস্থিত ছিলেন রানীনগর সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহেতা-সহ ব্যাটেলিয়নের কমান্ডেন্টরা । জওয়ানদের পরিবারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন সকলের সঙ্গে ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রানীনগর সেক্টরের 180 ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড অমরেন্দ্র সিং, 40 ব্যাটেলিয়নের কমান্ডেন্ট ভিকে কানসানা । হেডকোয়াটারের কমান্ডেন্ট অমরেন্দ্র কুমার, 160 ব্যাটেলিয়নের কমান্ডেন্ট দিবাকর কুমার, 98 ব্যাটেলিয়নের কমান্ডেন্ট দিপক কুমাবত । এদিনের অনুষ্ঠানে ভোটপবাড়ি, চ্যাংড়াবান্ধা, ময়নাগুড়ি থেকে আসা কচিকাঁচারা অনুষ্ঠান পরিবেশন করেন । এই অনুষ্ঠান থেকেই 'হর ঘর তিরঙ্গা'র প্রচার চালানো হল । পাশাপাশি 'আজাদি কা অমৃত মহোৎসব' অনুষ্ঠানে তাঁদের সামিল করানো হয় ।