পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 3 - robbery

ডাকাতি আগেই গ্রেপ্তার তিনজন । ঘটনাটি ধুপগুড়ি থানা এলাকার ।

গ্রেপ্তার 3 ডাকাত

By

Published : May 18, 2019, 2:45 PM IST

ধুপগুড়ি, 18 মে : আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ । গতকাল রাতে ধুপগুড়ির মিলপাড়া এলাকায় একটি বাইকের তিন আরোহীকে আটক করে পুলিশ । অন্য একটি বাইকে আরও দু'জন ছিল । তারা পালিয়ে যায় । আটকদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1টি দেশি বন্দুক, 1 রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র ও রেজিস্ট্রেশনহীন একটি বাইক উদ্ধার হয় । পরে গ্রেপ্তার করা হয় তিনজনকে । ধৃতদের নাম স্বপন সরকার, সায়ন বর্মণ ও বিট্টু সাহা ।

গতকাল রাতে 5 জন মিলে মিলপাড়া এলাকায় ঢুকেছিল । সন্দেহ হয় পুলিশের । পুলিশকর্মীরা কাছে যেতেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে । একটি বাইকের তিনজনকে আটক করে পুলিশ । বাকিরা পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details