পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dhupguri Land Dispute Murder : ধূপগুড়িতে জমি বিবাদের জেরে মৃত 1, আহত 10 - Dhupguri Land Dispute Murder

জমি বিবাদের জেরে মৃত্য়ু হল একজনের ৷ আহত হয়েছেন 10 জন (Dhupguri Family Clash) ৷ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়িতে ৷ অভিযোগ পাওয়ার পর পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে ৷

Dhupguri News
ধূপগুড়িতে জমি বিবাদের জের

By

Published : May 15, 2022, 5:43 PM IST

ধূপগুড়ি, 15 মে : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 10 জন (Dhupguri Family Clash) । ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম গোবিন্দ মণ্ডল ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল ও তার শ্যালক সুরঞ্জন মণ্ডল এবং শাশুড়ির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল । শনিবার সেই বিবাদ চরম আকার ধারণ করে । অভিযোগ, শনিবার বিকালে রীতিমতো লাঠি, রড, কোদাল নিয়ে গোবিন্দ মণ্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার শ্যালক, শ্যালিকা-সহ শাশুড়ি ।

আরও পড়ুন :Raiganj Family Clash : রায়গঞ্জে জমি বিবাদের জের, আগুন লাগানো হল বাড়িতে

এদিকে বাবা গোবিন্দকে মার খেতে দেখে তাঁকে বাঁচাতে যান দুই ছেলে উত্তম ও গৌতম মণ্ডল । লাঠির আঘাতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন গোবিন্দ । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । এদিকে গোবিন্দ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন । পরিবারের সদস্যরা তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করলে সেখানেই তিনি মারা যান ।

জমি বিবাদের জেরে প্রাণ গেল এক ব্যক্তির, জখম আরও 10

পরিবার সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম প্রদীপ সরকার (27), গঙ্গা রায় (28), সুজিত সরকার (25)। সূত্রের খবর, মূল অভিযুক্ত এখন অধরা । পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details