- ধূপগুড়িতে তৃণমূল পেয়েছে 46.00% ভোট, বিজেপি পেয়েছে 44.22% ভোট, সিপিআইএম পেয়েছে 6.52% ভোট ৷
- ভোট শতাংশের বিচারে বিজেপি ভালো ভোট পাওয়ায় পরাজিত হলেও ধূপগুড়ির মানুষ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে টুইট করলেন অমিত মালব্য ৷
- ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে 4309 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ তাঁর প্রাপ্ত ভোট 96961 ৷ বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন 92648 ভোট । সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন 13666টি ভোট ৷
- ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লিখেছেন, "ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ ধূপগুড়ি । জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে অক্লান্ত পরিশ্রমের জন্য প্রত্যেক তৃণমূল কর্মীকে স্যালুট । আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে কোনও কসুর বাকি না রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । জয় বাংলা ৷"
- ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷
- 4383 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় জয়ের পথে ৷
- সপ্তম রাউন্ড শেষে 2931ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ তৃণমূল পেয়েছে 72440টি ভোট, বিজেপি পেয়েছে 69509টি ভোট ও সিপিআইএম পেয়েছে 10062টি ভোট ৷
- ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2700 ভোটে এগিয়ে রয়েছেন ৷
- উপনির্বাচনের গণনার চতুর্থ রাউন্ড শেষে চমক। বিজেপিকে ছাপিয়ে এগিয়ে গেল তৃণমূল। 360 ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় ।
- তৃণমূলের প্রাপ্ত ভোট 39 হাজার 096। আর বিজেপির প্রাপ্ত ভোট 38,736।
- তৃতীয় রাউন্ডের শেষে 1462টি ভোটে এগিয়ে বিজেপি।
- তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে 11 হাজার 739টি ভোট। বিজেপি পেয়েছে 10 হাজার 620টি ভোট। সবমিলিয়ে এখনও এগিয়ে বিজেপি।
- দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী তাপসি রায় 2581 ভোটে এগিয়ে।
- গণনার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই 1700 ভোটে বিজেপি এগিয়ে গিয়েছে।
- তৃণমূল প্রার্থী রয়েছেন দ্বিতীয় স্থানে। বামেরা আপাতত তৃতীয় স্থানে।
- সকাল 8টা থেকে শুরু হল ভোট গণনা। দুপুরের মধ্যেই নির্বাচনের ফল জানা যাবে।
- নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারকে গণনাকেন্দ্র করা হয়েছে ।
- নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট 9 রাউন্ড গণনা হবে। দুটি হলের 28টি টেবিলে চলবে গণনার কাজ।
- গণনা কেন্দ্রের আশপাশের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি হয়েছে।
- গোটা গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় জওয়ানদের পাশাপাশি রাজ্য পুলিশও থাকছে নিরাপত্তার দায়িত্বে ।
Dhupguri Bye Election Result: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়িতে 4309 ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ অভিষেকের - ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফলাফল
ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়েছে 5 সেপ্টেম্বর। আজ হল ভোট গণনা। তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জয়ের হাসি হাসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷
Published : Sep 8, 2023, 8:16 AM IST
|Updated : Sep 8, 2023, 4:53 PM IST
বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে আসনটি খালি হয়েছে। সেখানে ভোট হয় গত 5 তারিখ। প্রায় 80 শতাংশ ভোট পড়েছিল সেদিন। কংগ্রেস এখানে বামেদের সমর্থন করেছে। আলাদা আলাদা লড়াই করেছে তৃণমূল ও বিজেপি। ভোটের ফলে বড় কোনও পরিবর্তন না হলেও রাজ্য রাজনীতিতে কোনও নতুন সমীকরণ তৈরি হয় কি না সেটাই এখন দেখার। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের সমর্থন নিয়ে বামেরা প্রার্থী দিয়েছে। এই সুযোগে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে এনে তিনটি দলকেই আক্রমণ করেছে বিজেপি। সেই সূত্র ধরে রাজ্য রাজনীতিতে আবারও ফিরে এসেছে কুস্তি-দস্তির চেনা স্লোগান। বিজেপির দাবি, সিপিএম কংগ্রেস এবং তৃণমূল নিজেদের পারস্পরিক অবস্থান নিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতীয় রাজনীতিতে একে অপরের হাত ধরে বিজেপিকে পরাজিত করার কথা বললেও রাজ্যে তারা একে অপরের বিরুদ্ধেই লড়ছে। এদিকে, দিন কয়েক আগে নবান্নে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততদিনে উপ-নির্বাচনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এমন আবহে বৈঠকে না থাকার সিদ্ধান্ত নেয় বাম ও কংগ্রেস। বৈঠক থেকেই তা নিয়ে সরব হন মমতা। দলীয়ভাবেও সমালোচনা করা হয়। এমনই সরগরম পরিস্থিতির মধ্যে ধূপগুড়ি কার দখলে থাকে সেটাই এখন দেখার।
TAGGED:
TMC win Dhupguri