পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:21 AM IST

Updated : Sep 8, 2023, 8:14 AM IST

ETV Bharat / state

Dhupguri Bye Election Result: ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ল গণনাকেন্দ্র, ফলাফলের অপেক্ষায় ধূপগুড়ি

ধূপগুড়ি কার দখলে যাবে ? তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘণ্টার ৷ সকাল আটটা থেকে শুরু গণনা ৷ জয়ী আসন কি ধরে রাখতে পারবে গেরুয়া শিবির ? নাকি ধূপগুড়িতে উড়বে সবুজ আবির ?

Etv Bharat
ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল আজ

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর: ধূপগুড়ি উপ-নির্বাচনে শেষ হাসি হাসবে কে ? আর কয়েকঘণ্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। ধূপগুড়ি বিধানসভার উপ-নির্বাচনের 7 প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ ৷ ধূপগুড়ি বিধানসভার উপ-নির্বাচনে ফলাফলের দিকে তাকিয়ে গোটা রাজ্য। জয়ী আসন ধরে রাখাটা বিজেপির কাছে চ্যালেঞ্জ ৷ আবার হারানো আসন ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপ-নির্বাচন ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে অবস্থিত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারকে গণনাকেন্দ্র করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুসারে ধূপগুড়ি উপ-নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের হার ছিল 78.19 শতাংশ । স্ক্রুটিনি পর্ব শেষ হয়ে আজ সকাল 8টা থেকে শুরু ভোট গণনা । কমিশন সূত্রে খবর যে, দুটি হলে ভোট গণনা হবে ।
গণনা হবে 9টি রাউন্ডে । দুটি হল মিলিয়ে 28টি টেবিলে চলবে গণনা। গতকাল বৃহস্পতিবার থেকেই গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে লাগু হয়েছে 144 ধারা। গণনা কেন্দ্রের প্রথম স্তরে থাকছে সশস্ত্র পুলিশ। দ্বিতীয় পর্যায়ে থাকছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শেষে অর্থাৎ তৃতীয় স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । অর্থাৎ গণনাকেন্দ্র মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ।

আরও পড়ুন : প্রাক্তন দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মিতালির

গণনাকেন্দ্রে শুধুমাত্র সাদা কাগজ ও পেন নিয়ে প্রবেশ করা যাবে। সঙ্গে রাখা যাবে না মোবাইল। গণনাকেন্দ্রের ভিতর শুধুমাত্র অবজার্ভার মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় স্তরে থাকবে সংবাদমাধ্যম। পাশাপাশি স্ট্রংরুমের বাইরে 24 ঘণ্টা মোতায়ন করা হয়েছে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও স্ট্রং রুমের বাইরে ও ভেতরে রয়েছে সিসিটিভি নজরদারি ।

2021 সালে ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। গত জুন মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষ্ণুপদ রায়। তাঁর প্রয়াণের পর নির্বাচন কমিশন ধূপগুড়িতে উপ-নির্বাচন ঘোষণা করে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বিজেপির প্রার্থী শহিদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় এবং বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে লড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। লড়াই মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
ধূপগুড়ি বিধানসভার উপ-নির্বাচনে জেতার বিষয়ে আশাবাদী ডান-বাম সব দলই । তৃণমূল কংগ্রেসের জেলার নির্বাচনী প্রক্রিয়ার কো-কনভেনার তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, "জেতার ব্যপারে আমরা 100 শতাংশ আশাবাদী। তবে বিরাট অঙ্কের ভোটের ব্যবধান হবে না।" এদিকে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর বক্তব্য, "ধূপগুড়ির উপ-নির্বাচনে আমরা গত বিধানসভার থেকে বেশি ভোটে জিতব। বানারহাট ও ধূপগুড়ি পৌরসভা এলাকা আমাদের লিড হবে ৷" অন্যদিকে, সিপিআইএমের জেলা সম্পাদক সলিল আচার্যের কথায়, " আমরাও জেতার ব্যপারে আশাবাদী ।"

আরও পড়ুন : শান্তিতেই মিটল ধূপগুড়ির উপনির্বাচন, 7টা পর্যন্ত ভোট পড়ল আশি শতাংশ

Last Updated : Sep 8, 2023, 8:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details