ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ উপনির্বাচন শুরু হয়েছে ধূপগুড়ি, 5 সেপ্টেম্বর: শান্তিপূর্ণভাবে শুরু হল ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচন ৷ মঙ্গলবার দেশের 6টি রাজ্যের 7টি আসনে উপ-নির্বাচন ৷ রাজ্যে একটি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷ 2021 সালে ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ তাঁর কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী মিতালি রায় ৷
2 সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপ-নির্বাচনের প্রচারে ধূপগুড়িতে যান ৷ এর পরদিন 3 সেপ্টেম্বর মিতালি রায়কে বিজেপি মঞ্চে দেখা যায় ৷ জানা যায়, তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন ৷
গত জুন মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিষ্ণুপদ রায়ের ৷ তাঁর অকাল প্রয়াণের পর নির্বাচন কমিশন ধূপগুড়িতে উপনির্বাচন ঘোষণা করে ৷ এই উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মলচন্দ্র রায় ৷ তিনি ইতিহাসের অধ্যাপক ৷ বিজেপির প্রার্থী শহিদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় ৷ বামফ্রন্টের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় ৷ কংগ্রেস নিজে প্রার্থী না-দিয়ে সিপিএম প্রার্থীকে সমর্থন করেছে ৷
আরও পড়ুন: ধূপগুড়িতে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি মহিলা উদ্ধার, হামলার অভিযোগ
ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 69 হাজার 416 জন ৷ মহিলা ভোটার 1 লক্ষ 31 হাজার 308 জন ৷ পুরুষ ভোটার 1 লক্ষ 37 হাজার 574 জন ৷ এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 3 জন ৷ জেলা নির্বাচন দফতর সূত্রের খবর, 260 টি বুথের মধ্যে 72 টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে ৷
প্রতিটি বুথেই 4 জন আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে ৷ 260 টি বুথেই ক্যামেরার পাশাপাশি ওয়েবকাস্টিং-এর মাধ্যমে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন ৷ মোট 30 কোম্পানি আধাসামরিক বাহিনী ধূপগুড়ি উপনির্বাচনে মোতায়েন করা হয়েছে ৷ 260 টি বুথে মোট ভোটগ্রহণ কর্মীর সংখ্যা 1 হাজার 200 জন ৷ এর মধ্যে 20 শতাংশ কর্মীকে রিজার্ভে রাখা হয়েছে ৷ 7 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 2 লক্ষ 69 হাজার 416 জন ভোটার ৷
আরও পড়ুন: মোতায়েন 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাত পোহালেই উপনির্বাচন ধূপগুড়িতে
এদিকে ধূপগুড়ি বিধানসভার অধীনে বিন্নাগুড়ি, বানারহাটের বেশ কয়েকটি বনবস্তি এলাকায় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৷ তাই এই এলাকাগুলিতে এবং ডায়না, রেতির, গধেয়ারকুটি, মোরাঘাট ফরেস্ট এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই এলাকায় তিনটি হাতির করিডোর- রেতি মরাঘাট, রেতি সেন্ট্রাল ডায়না, আর মোরাঘাট সেন্ট্রাল ডায়না রয়েছে ৷ সব মিলিয়ে শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট ৷