ধূপগুড়ি, 25 জুলাই: প্রয়াত ধূপগুড়ি বিধানসভার বিধায়ক তথা বিজেপি নেতা বিষ্ণুপদ রায় ৷ আর ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তবে, চিকিৎসকরা সকাল 7টার সময় তাঁকে মৃত বলে ঘোষণা করেছে ৷ বিধানসভার বাদল অধিবেশন ও বিজেপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে গত শনিবার ধূপগুড়ি থেকে কলকাতায় গিয়েছিলেন তিনি ৷ কিন্তু, কলকাতায় পৌঁছে রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গিয়েছেন ধূপগুড়ির বিধায়ক ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর ৷
বিজেপির তরফে জানানো হয়েছে, রবিবার বিজেপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যাওয়ার আগে হঠাৎই বুকে ব্যাথা শুরু হয় বিধায়ক বিষ্ণুপদ রায়ের ৷ অসুস্থতার কারণে তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, বিধায়কের ফুসফুসে সংক্রমণ রয়েছে ৷ তার জন্য তড়িঘড়ি অস্ত্রোপচারও করা হয় ৷ চিকিৎসকরা তাঁকে নজরদারিতে রেখেছিলেন ৷ জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরেও শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না ৷ আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷