জলপাইগুড়ি,16 মে : কোরোনা ভাইরাসের সংক্রমণের আবহের মধ্যেই ডেঙ্গি রোগের সচেতনতার প্রচার শুরু করল জলপাইগুড়ি পৌরসভা। এই সময় থেকেই ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব শুরু হয়। এদিন জাতীয় ডেঙ্গি দিবসে ডেঙ্গির সচেতনতার জন্য একটি ট্যাবলো বের করা হয় জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে।
জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি জানান, "কোরোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়াই করছি।এরই মাঝে আমরা ডেঙ্গি রোগের সচেতনতার জন্যও প্রচার চালাচ্ছি।কারণ এই সময় থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়তে থাকে।বিশেষ করে এডিস মশা থেকেই ডেঙ্গি রোগ ছড়ায়।আমরা আজ জাতীয় ডেঙ্গি দিবসে একটি ট্যাবলো বের করেছি সচেতনতার জন্য।তার পাশাপাশি শহরে স্যানিটাইজড করার কাজও করা হচ্ছে।"