জলপাইগুড়ি, 7 এপ্রিল : এখনই খোলা যাবে না চা বাগান । মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে স্বাগত জানাল উত্তরবঙ্গের চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চ । তবে, চা বাগান বন্ধ থাকলেও শ্রমিকরা যাতে সময়ে পূর্ণ মজুরি পান এবার সেই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা ।
উত্তরবঙ্গে চা বাগানের সঙ্গে জড়িত প্রায় সাড়ে তিন লাখ শ্রমিক । লকডাউনের জেরে তাঁদের দিন আনা দিন খাওয়ার সংসারে এখন টানাপোড়েন । কারণ কাজ নেই । এদিকে ভিন রাজ্যে কাজ করা বহু শ্রমিক লকডাউনের আগেই চা বাগানে ফিরেছেন । ফলে তাঁদের থেকেও সংক্রমণের ভয় রয়েছে এলাকার চা বাগান শ্রমিকদের । পুরো বিষয়টি মাথায় রেখেই মুুখ্যমন্ত্রীর চা বাগান না খোলার নির্দেশকে স্বাগত জানাল উত্তরবঙ্গের চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চ । কিন্তু এই পরিস্থিতিতে শ্রমিকদের সংসার চলবে কীভাবে ? তাঁরা আয় করবেন কীভাবে? তাই চা শ্রমিকদের কথা মাথায় রেখে পূর্ণ মজুরির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা ।