জলপাইগুড়ি, 18 মার্চ: ভিনরাজ্যে যাতায়াতে ধূপগুড়ি রেলস্টেশনের গুরুত্ব অপরিসীম ৷ অথচ কোরোনা আতঙ্কের মধ্য়েও এই স্টেশন চত্বরে নেই কোনও মেডিকেল ক্যাম্প বা স্ক্রিনিংয়ের ব্যবস্থা। এই স্টেশনে দিনভর কয়েকশো যাত্রী যাতায়াত করলেও পরীক্ষামূলক কোনও ব্যবস্থা না থাকায় আতঙ্কে রয়েছে রেলকর্মী সহ সাধারণ মানুষ । ধুপগুড়ির কয়েকশো শ্রমিক কেরল সহ ভিন রাজ্যে থাকেন । এই মুহুর্তে অনেকেই কোরোনার ভয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু কেউ আক্রান্ত হয়ে ফিরছেন কিনা তা জানার উপায নেই ৷ এই নিয়ে উদ্বেগ রয়েছে এলাকার মানুষের মধ্যে। তাই অবিলম্বে স্টেশন চত্বরে স্ক্রিনিং বা পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
কোরোনা আতঙ্ক: ধুপগুড়ি স্টেশনে স্ক্রিনিং ও মেডিকেল ক্য়াম্প রাখার দাবি - Demand for screening and medical camps at Dhupguri station for corona virus
দিনভর কয়েকশো মানুষ ধুপগুড়ি স্টেশন দিয়ে যাতায়াত করেন ৷ অথচ কোরোনা আতঙ্কের মধ্য়েও এই স্টেশন চত্বরে নেই কোনও মেডিকেল ক্যাম্প বা স্ক্রিনিংয়ের ব্যবস্থা।
এই চা বাগান অধ্যুষিত এলাকার পরিবেশপ্রেমী সংগঠনের কর্ণধার ভিক্টর বসুর দাবি, "চা বাগানের অধিকাংশ মানুষ পড়াশুনা জানে না । তারা কোরোনার সচেতনতায় অবগত নন । তাই যদি কোনওভাবে এই সমস্ত এলাকায় কোরোনা থাবা বসায় তাহলে রোখা খুব মুশকিল হয়ে দাঁড়াবে । স্বাস্থ্য দফতর সহ প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়ে উদ্যোগ নিতে । অন্য়দিকে ধূপগুড়ি রেলস্টেশনের সুপার অরবিন্দ রায় বলেন, "কোরোনা রুখতে আমরা যথেষ্ট তৎপর। স্টেশনকে সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখছি ৷
ধূপগুড়ি স্টেশনে কলকাতাগামী এক মহিলা যাত্রী বলেন, "মাস্ক পরে যাতায়াত করতে হচ্ছে । আতঙ্ক তো রয়েছে ।" সাধন কর নামে অন্য় এক যাত্রী বলেন, " অবিলম্বে পরীক্ষামূলক সর্তকতা গ্রহণ করা প্রয়োজন। না হলে যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এলাকায় ঢুকে যেতে পারে ।"