জলপাইগুড়ি, 25 জানুয়ারি : প্রাক্তন কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) জঙ্গি ও লিঙ্কম্যানরা সরকারি চাকরি পেলেও কেএলও জঙ্গিদের আক্রমণে নিহত অনেকেই । ওই সব পরিবারের কেউই চাকরি পাচ্ছেন না । এমনকি আহত হয়েছিলেন অনেকে । নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চাকরির দাবি করে আসছে । কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ । আজ চাকরির দাবিতে অবস্থানে বসেছে নিহতের পরিবার ও আহতরা । আজ পূর্ত দপ্তরের সামনে থেকে মিছিল করে পুলিশ সুপারের দপ্তরের সামনে যায় । তারপর তারা জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থানে বসে ।
কামতাপুর রাজ্যের দাবিতে হাতে অস্ত্র তুলে নিয়েছিল অনেকেই । কেএলওর আন্দোলনে কেউ কেউ প্রাণ হারিয়েছিলেন । কেউ বা আহতও হয়েছিলেন । 2001 সাল থেকে কেএলওর গুলিতে উত্তরবঙ্গের 47 টি পরিবার কোন না কোনওভাবে কেএলওর হামলায় নির্যাতিত হন । বর্তমানে রাজ্য সরকার প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিলেও এদিকে জঙ্গিদের গুলিতে যারা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাকরি দেয়নি ।