পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা-বাগান থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ - মহিলার পচাগলা দেহ

Decompose Body Recover: চা বাগান থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ । দেহটি শনাক্ত করা যায়নি ৷ জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাট জলঢাকা আলতাডাঙ্গা চা-বাগানের 5 নম্বর সেকশনের ঘটনা ৷

Decompose Body Recover
দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 9:52 PM IST

চা-বাগান থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার

নাগরাকাটা, 2 জানুয়ারি:চা বাগান থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাট জলঢাকা আলতাডাঙ্গা চা-বাগানের 5 নম্বর সেকশনের ঘটনা ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মহিলার বয়স 50-60এর মধ্যে ৷ দেহটি শনাক্ত করা যায়নি ৷

স্থানীয় বাসিন্দা জানান, এদিন সকালে ওই চা-বাগান এলাকা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ৷ গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকজন এলাকাবাসী ওই চা- বাগানের ভিতরে ঢুকে পড়েন ৷ বেশ কিছুদূর যেতেই একটি পচাগলা দেহ দেখতে পান ৷ মৃতের হাতে শাঁখা-পলা এবং পরনে শাড়ি দেখেই অনুমান দেহটি মহিলার । স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে ৷

বানারহাট থানা সূত্র মারফত খবর, এখনও পর্যন্ত মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃতদেহটি বেশ কয়েকদিন আগের ৷ বানারহাট থানার আইসি শান্তুনু সরকার বলেন, " ওই মহিলা ভবঘুরে ৷ এলাকার মানুষজনও তাঁকে চেনেন না ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, 20 থেকে 25দিন আগ ওঅ মহিলার মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যেই মৃতের শরীরের একাধিক জায়গায় পচন ধরে গিয়েছে ৷ হয়তো কোনো বন্যজন্তুর হানায় মৃত্যু হয়ে থাকতে পারে ৷ কারণ দেহের পাশে চিতাবাঘের পায়ের ছাপ পাওয়া গেছে।" তিনি জানান মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সেই তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷ ওই মহিলার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হবে ৷

এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই মহিলার দেহের পাশে চিতা বাঘের পায়ের ছাপ মিলেছে ৷ বন্য জন্তুর আক্রমেণের মৃত্য়ুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ চা বাগানের মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনা বা বন্যজন্তুর আক্রমণের যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তা যথেষ্ট উদ্বেগের বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন:

  1. নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার শৌচাগারে, শিলিগুড়ির হোমে চাঞ্চল্য
  2. হিন্দমোটরে তালা ভেঙে বৃদ্ধার দেহ উদ্ধার পুলিশের, তিনদিন ধরে আগলে রেখেছিল মানসিক ভারসাম্যহীন ছেলে
  3. একই দিনে জোড়া খুন মালদায়! ভিন্ন জায়গা থেকে দেহ উদ্ধার, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

ABOUT THE AUTHOR

...view details