পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিটিয়ে মারা হয়েছে চিতাবাঘকে ? ধন্দে বনদপ্তর - বানারহাট থানা

মুখে রক্ত মাখা অবস্থায় নালা থেকে উদ্ধার চিতাবাঘের দেহ ৷ পিটিয়ে মারা হয়েছে কি না জানতে দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তে ৷

Leopard
নালা থেকে উদ্ধার চিতাবাঘের দেহ

By

Published : Jan 14, 2020, 8:00 PM IST

বানারহাট, 14 জানুয়ারি : ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের দেহ ৷ ডুয়ার্সের বানারহাট থানা এলাকায় আজ মরাঘাট এবং হলদিবাড়ি চা বাগানের মধ্যবর্তী একটি রাস্তার পাশে নালার মধ্যে পড়ে থাকতে দেখা যায় চিতাবাঘের দেহটি ৷ খবর পেয়ে বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ঘটনাস্থান থেকে উদ্ধার করে দেহটি ৷

মরাঘাট চা বাগানের 4 নং সেকশন এবং হলদিনাড়ি চা বাগানের 24 নং সেকশন মধ্যবর্তী ওই রাস্তার পাশে প্রথম দেহটি দেখতে পায় স্থানীয়রা । দেহটি উদ্ধারের সময়ে মুখ রক্তাক্ত হয়েছিল চিতাবাঘটির ৷ বনকর্মীদের সঙ্গে দেহ উদ্ধারে গেছিলেন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি । প্রাথমিকভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান করা হলেও এখনই এ-বিষয়ে কিছু মুখ খুলতে চায়নি বনদপ্তর ৷

চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পিটিয়ে মারা হয়েছে না কি শারীরিক কোনও সমস্যায় মৃত্যু হয়েছে তা একমাত্র ময়নাতদন্ত হওয়ার পরেই জানা যাবে বলে জানিয়েছে বন দপ্তর ৷

ABOUT THE AUTHOR

...view details