জলপাইগুড়ি, 28 জানুয়ারি : জলপাইগুড়ির ইনডং চা-বাগানে মেডিক্যাল অফিসারের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার সকালে চা-বাগানের ঝোরা থেকে নবনিযুক্ত মেডিক্যাল অফিসারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Dead body of a medical officer found at Indong tea estate)। মৃত মেডিক্যাল অফিসারের নাম ডঃ সুব্রতকুমার কর(50) ৷ তিনি কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত 21 জানুয়ারি মেটেলি ব্লকের ইনডং চা-বাগানে কাজে যোগ দিয়েছিলেন ওই মেডিক্যাল অফিসার।
সাধারণতন্ত্র দিবসে চা-বাগানের বাকিদের সঙ্গে পতাকা উত্তোলন-সহ অন্যান্য কর্মসূচিতে শরিক হয়েছিলেন কোচবিহারের পাটকুড়ার বাসিন্দা সুব্রতকুমার কর। পরদিন অর্থ্যাৎ বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময় কাজে যোগ না-দেওয়ায় খোঁজাখুজি শুরু হয় ৷ পরবর্তীতে বাগানের পাশে ঝোরায় তাঁর মৃতদেহ উদ্ধার করেন বাগানের শ্রমিকরা। কীভাবে নবনিযুক্ত মেডিক্যাল অফিসারের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে স্বাভাবিক ভাবেই ৷ তাঁকে কেউ খুন করেছে কি না, সেই প্রশ্নে তদন্ত শুরু করেছে ৷