পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Mail: হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে শিয়ালদাগামী দার্জিলিং মেল - Darjeeling Mail

কোচবিহার ও জলপাইগুড়ি জেলার জন্য সুখবর ৷ দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ৷ হলদিবাড়ি থেকেই চালু হচ্ছে শিয়ালদাগামী দার্জিলিং মেল(Darjeeling Mail)৷

rail
দার্জিলিং মেল

By

Published : Aug 8, 2022, 10:35 PM IST

জলপাইগুড়ি, 8 অগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান । অবশেষে হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে দার্জিলিং মেল(Darjeeling Mail to Sealdah is going to start from Haldibari)। আগামী 15 অগস্ট থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন এনজেপি হয়ে শিয়ালদা ছুটবে দার্জিলিং মেল এক্সপ্রেস ।

সোমবারই রেলমন্ত্রকের রেলবোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে 12343/12344 দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যাবে । এতদিন শিয়ালদা থেকে রাত দশটা পাঁচ মিনিটে দার্জিলিং মেল ছেড়ে এনজেপি পর্যন্ত আসত । এবার থেকে 12343 দার্জিলিং মেল এনজেপির বদলে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত যাবে । অন্যদিকে 12344 দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যাবে ।

হলদিবাড়ি থেকে শিয়ালদাগামী দার্জিলিং মেল চালু হবার নির্দেশিকা
রেলের তরফে জানানো হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের থেকে দার্জিলিং মেল এনজেপি থেকে এক্সটেনশন করে হলদিবাড়ি করার দাবি ছিল । সেই মতো আগামী 15 অগস্ট থেকে হলদিবাড়ি থেকেই দার্জিলিং মেল ছাড়বে । ফলে কোচবিহার, জলপাইগুড়ি জেলার মানুষের অনেকটাই সুবিধা হবে মনে করা হচ্ছে । জলপাইগুড়ির সাংসদ ইতিপূর্বেই দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে চালানোর দাবি করে আসছিলেন । সেই দাবি পূর্ণ হল আজ ৷

ABOUT THE AUTHOR

...view details