জলপাইগুড়ি, 25 ফেব্রুয়ারি: দার্জিলিং মেল নিয়ে বিভ্রান্তিকর তথ্য রটানোর অভিযোগ করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷ জানালেন, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার রেলওয়ে বোর্ডকে লেখা একটি পুরনো চিঠির তারিখ মুছে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে ৷ তিনি অভিযোগ করেছেন, শিয়ালদা থেকে সরাসরি হলদিবাড়ি পর্যন্ত চলা দার্জিলিং মেল আগের রুটে ফিরে যাচ্ছে ৷ এমন একটা ভুয়ো খবর ছড়ানো হয়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা তা খণ্ডন করে জানিয়েছেন, দার্জিলিং মেল সরাসরি হলদিবাড়ি থেকেই চলবে (Darjeeling Mail Continue to Run from Haldibari) ৷
উল্লেখ্য, আগে শিয়ালদা থেকে দার্জিলিং মেল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলত ৷ সেখান থেকে দু’টি অতিরিক্ত বগি জুড়ে তা পরে হলদিবাড়ি পর্যন্ত চালানো হত ৷ কিন্তু, গতবছর থেকে সেই নিয়মে বদল করা হয়েছে ৷ জলপাইগুড়ি ও কোচবিহারের মানুষের সুবিধার জন্য শিয়ালদা এবং হলদিবাড়ি দু’দিক থেকেই দার্জিলিং মেলের বগি সংখ্যা বাড়িয়ে চালানো শুরু করে রেল ৷ এরপর দার্জিলিং মেলের ঐতিহ্য এবং নামের বিশেষত্ব নিয়ে প্রশ্ন তুলতে থাকে শিলিগুড়ির বেশ কিছু সংগঠন ৷ এমনকি দার্জিলিঙের সাংসদ এনিয়ে রেলওয়ে বোর্ডকে চিঠিও দেন ৷