জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর:নিত্য যাতায়াতের ব্যস্ত পথ তিস্তাবাঁধের রাস্তা ৷ দেখে অবশ্য বোঝা কঠিন ৷ গোটা রাস্তাটাই ভাঙা ৷ বৃষ্টির জল সেই খানাখন্দে জমে যা পরিস্থিতি, তাতে এখন তাকে রাস্তা না-বলে নালা বলাই ভালো ৷ পায়ে হেঁটে, সাইকেলে বা গাড়িতে চলাচল করতে নাজেহাল হতে হচ্ছে স্থানীয়দের ৷ আবার বর্ষার তেজ যখন বাড়ে, তখন এই রাস্তা আর নালা থাকে না, নদীর রূপ নেয় ৷ যা পারাপার করতে আকছার দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের ৷ প্রতিদিন কোনওক্রমে ঝুঁকি নিয়েই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের ৷
স্থানীয় বাসিন্দা পরিতোষ বিশ্বাসের কথায়, "আমি টোটো রিক্সা চালিয়ে রোজগার করি । কিন্তু বেহাল রাস্তার কারণে যাত্রী নিয়ে যেতে পারি না । এই রাস্তা দিয়ে যেতে গিয়ে টোটো-সহ যাত্রী উল্টে যাওয়ার উপক্রম হয়। এই রাস্তায় চলাচলই করা যায় না ।"
আরও পড়ুন:Jamuria Agitation : জামুড়িয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, চলল গুলি
তিস্তাপাড়ের বাসিন্দা নমিতা বিশ্বাস বলেন, "তিস্তার বাঁধের উপর দিয়ে আমদের অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে । গর্ভবতীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয় । আমরা চাই, অতি দ্রুত এই রাস্তাটি যাতে ঠিক করা হয় । বেহাল রাস্তার জন্য শহর থেকে কোনও টোটো যাত্রী নিয়ে আসতে চায় না । ফলে আমাদের সমস্যায় পড়তে হয় ।"