পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Factory Attack : জলপাইগুড়ির একটি কারখানায় দুষ্কৃতী তাণ্ডব, আতঙ্কিত সংস্থার মালিক - Jalpaiguri Factory Attack

জলপাইগুড়ির রাজগঞ্জে একটি কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব (Criminal attack on a factory in Jalpaiguri)। আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ। রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কারখানার মালিক।

Jalpaiguri News
জলপাইগুড়ির একটি কারখানায় দুষ্কৃতী তাণ্ডব

By

Published : Apr 3, 2022, 10:01 PM IST

জলপাইগুড়ি, 3 মার্চ: জলপাইগুড়ির রাজগঞ্জে একটি কারখানায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে (Jalpaiguri Factory Attack) । রাতের অন্ধকারে ব্যাপক তাণ্ডব চালানো হয় কারখানায় । ভেঙে দেওয়া হয় কারখানার সমস্ত কাঁচের জানালা । আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ । রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল কারখানা কর্তৃপক্ষ ।

রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মগসুবা গ্রামে কয়েক বছর আগে গড়ে উঠেছে বেশকিছু শিল্প কারখানা । একটি প্লাস্টিকের দরজা জানালার কারখানায় তাণ্ডব চালায় । বড় বড় পাথর দিয়ে কোম্পানির সমস্ত কাঁচের জানালা-দরজা ভেঙে দেওয়া হয় । ঘটনায় আতঙ্কিত কোম্পানির মালিক-সহ এলাকার শ্রমিকরা । ঘটনার পরিপ্রেক্ষিতে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কোম্পানির মালিকের পক্ষ থেকে ।

রাজগঞ্জের কারখানায় দুষ্কৃতী তাণ্ডব

আরও পড়ুন: সব স্কুলেই নীল-সাদা পোশাক ! প্রতিবাদে জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা

এই বিষয়ে কারখানার মালিক রোহিত কুমার বিন্দল জানান, একসঙ্গে বেশকিছু দুষ্কৃতী এসে কোম্পানিতে তাণ্ডব চালায় ৷ রাজগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা আসার পরেই দুষ্কৃতীদের দল পালিয়ে যায়। এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সমস্ত শিল্পপতিরা । এলাকায় সুরক্ষা নেই বললেই চলে । এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান বিধায়ক খগেশ্বর রায় । তিনিও দোষীদের গ্রেফতারের দাবি জানান । এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে তা পুলিশ তদন্ত শুরু করুক । এমনটাই চাইছেন স্থানীয় পঞ্চায়েতও । এলাকার পঞ্চায়েত সদস্য সুভাষ রায় জানান, এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি । আমরা পুলিশ-প্রশাসনের কাছে দাবি রাখব অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক । সিসিটিভিতে দোষীদের চিহ্নিত করা গিয়েছে । কার প্ররোচনায় এরা এই কাজ করল বুঝতে পারছি না ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details