জলপাইগুড়ি, 13 মার্চ : সৃজনশীল লিখন কর্মশালার আসর বসল জলপাইগুড়িতে । আন্তর্জাতিক এই কর্মশালায় উপস্থিত থাকবেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ৷ বর্তমান সময়ে ছাত্র ছাত্রীরা টেলিভিশন ও মোবাইল ব্যবহারের দিকে বেশি ঝুঁকেছে । তাই তাদের লেখালেখির প্রতি আগ্রহ কমে যাচ্ছে । সেই দিক থেকে চিন্তা করেই এই ধরনের কর্মশালার আয়োজন ৷ এটা ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে বলে দাবি আয়োজকদের ।
জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ (আর্টস এন্ড সায়েন্স ) ইংরাজি বিভাগের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী সৃজনশীল লিখন কর্মশালা শুক্রবার থেকে শুরু হল । চলবে 14 মার্চ পর্যন্ত । জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ আব্দুর রজ্জাক বলেন, "বতর্মান সময়ের ছাত্র-ছাত্রীরা লেখার অভ্যাস হারিয়ে ফেলছে । তারা আজ সোশাল মিডিয়ায় ব্যস্ত ৷ তাদের যে লেখালেখির প্রতিভা আছে তা দিন দিন বিলোপ পাচ্ছে । সৃষ্টিশীলতা, সৃজনশীলতার অভাব দেখা দিয়েছে ৷ তাই আমরা এই আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছি । এই কর্মশালায় উপস্থিত হয়েছেন দেশ বিদেশের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা ।