পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোট পূর্ববর্তী সংঘর্ষ ডুয়ার্সেও, রাজনৈতিক হানাহানিতে আহত 20 - ডুয়ার্সের রাজনৈতিক হিংসার পরিস্থিতি

পঞ্চায়েত নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি ৷ তার আগেই শাসক-বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে ডুয়ার্সে ৷ সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত হয়েছেন 20 জন ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 2, 2023, 10:59 PM IST

ভোট পূর্ববর্তী রাজনৈতিক হানাহানি ডুয়ার্সেও

জলপাইগুড়ি, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই ডুয়ার্সের রাজনৈতিক হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার তৃণমূলের । ঘটনায় আহত প্রায় 20 জন । এলাকায় থমথমে পরিবেশ । ভোটারদের আশ্বস্ত করতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । রবিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, রবিবার এলাকার তিনটি বুথের কর্মী সমর্থকদের নিয়ে সিপিএমের একটি ভোট প্রচারের মিছিলের আয়োজন করা হয়েছিল । পাশাপাশি ডাঙ্গাপাড়া এলাকার প্রাথমিক স্কুল ময়দান চত্বরেও তৃণমূলের নির্বাচনী জনসভা ছিল । এদিন কলাবাড়ি বাজার থেকে সিপিএমের মিছিল শুরু হয়ে যখন ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছায় তখন তৃণমূলের বেশ কিছু কর্মী সিপিএমের মিছিলের উপরে হামলা চালায় বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

তৃণমূল পালটা দাবি সিপিএম কর্মীরাই লাঠিসোটা ও পাথর নিয়ে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে । ডাঙ্গাপাড়া এলাকায় তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে শুরু হয় পাথর ও ইট ছড়াছড়ি । উভয় পক্ষের আহতদের নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে । পরে এলাকায় পৌঁছোয় মেটেলি থানার পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনী । পরিস্থিতি সামল দিতে কেন্দ্রীয় বাহিনী এলাকায় গিয়ে রুট মার্চ করতে থাকে ।
এলাকার সিপিএম প্রার্থী জিতেন রায় বলেন, "হঠাৎ করে আক্রমণ চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী । প্রথম অবস্থায় তিনজন আহত হয় এবং পরে আবার আক্রমণ চালানো হয় । তিনি আরও বলেন আমি নিজেও আহত হয়েছি ।"

আরও পড়ুন:'গ্যাসের দাম কমাক সরকার', কাতর আর্জি আলিপুয়ারদুয়ারের চা-শ্রমিকদের

অন্যদিকে তৃণমূলের ওই এলাকার বুথ সভাপতির মহ: নুর ইসলাম বলেন, "বিজেপির সঙ্গে জোট করে সিপিএম গুলতি, লাঠি নিয়ে সিপিএম পার্টি অফিসের সামনে জমায়েত করে । তারপর তারা মিছিল করে বিধাননগর এলাকায় এবং আমাদের কর্মিসভায় কিছু নেতা কর্মীকে মারধর করে । তৃণমূলের আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ।"

ABOUT THE AUTHOR

...view details