পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্যটনে সিপিআইএমের শিক্ষক সংগঠন, হোম স্টে ও রিসর্ট বুকিংয়ে অগ্রাধিকার মিলবে এবিপিটিএর সদস্যদের - সিপিআইএম

ABPTA in Tourism Business: লিজে হোম স্টে ও রিসর্ট নিয়ে পর্যটন ব্যবসায় সিপিআইএমের শিক্ষক সংগঠন ৷ 1 জানুয়ারি থেকে বুকিং দেওয়া হবে । লাভার পর দিঘা, পুরী, লাটাগুড়িতেও রিসর্ট লিজে নেওয়া হচ্ছে ।

Etv Bharat
এবার পর্যটন ব্যবসায় সিপিআইএমের শিক্ষক সংগঠন

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 10:47 PM IST

জলপাইগুড়ি, 21 ডিসেম্বর: পর্যটন ব্যবসায় নামল সিপিআইএমের শিক্ষক সংগঠন এবিপিটিএ (ABPTA)৷ এবার থেকে এবিপিটিএর রিসর্টে থাকতেও পারবেন পর্যটকরা । ন্যূনতম খরচেই মিলবে থাকা খাওয়ার সুবিধা । মাত্র 1 হাজার টাকাতেই পর্যটকদের থাকা খাওয়ার সুযোগ দিচ্ছে এবিপিটিএ । আগামী 30 ডিসেম্বর লাভা বাজারে লিজে নেওয়া হোম স্টে চালু করা হবে । 1 জানুয়ারি থেকে বুকিং দেওয়া হবে । লাভার পর দিঘা, পুরী, লাটাগুড়িতেও রিসর্ট লিজে নেওয়া হচ্ছে । পর্যটন কেন্দ্রের একটি রিসর্টের ঘর লিজে নিয়ে পর্যটকদের ভাড়া দেওয়া হবে । সমস্ত খরচ বহন করবে এবিপিটিএ । স্থানীয়দেরই কাজে লাগানো হবে । লিজের টাকা বহন করবে সংগঠন ।

এই বিষয়ে এবিপিটিএ-র রাজ্য সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল বলেন, "প্রতি বছর ছুটিতে আমাদের সদস্য, সদস্যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান । তারা অনেক সময় আমাদের অনুরোধ করেন বিভিন্ন জায়গায় বুকিং বা রিসর্টের খোঁজ দেবার জন্য ।এতে করে যারা ঘুরতে যান তাদের যেমন একটা খরচ হয়, তেমনি বুকিং করতেও ঝামেলা পোহাতে হয় । সেই দিক থেকেই আমরা সংগঠনগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন জায়গায় লিজে রিসর্ট চালু করার । 2024-এর 1 জানুয়ারি থেকেই বুকিং চালু হয়ে যাবে । আমরা প্রথমে লাভাতে হোম স্টে চালু করছি । এরপর আমরা দিঘা, পুরী, লাটাগুড়িতেও ধীরে ধীরে রিসর্ট খুলব । এই রিসর্টগুলোর বুকিং এবিপিটিএর কেন্দ্রীয় কার্যালয় দেখবে । জেলাস্তর থেকে মনিটর করা হবে । আমাদের এবিপিটিএর সদস্য সদস্যাদের অগ্রাধিকার দেওয়া হবে । এছাড়া সবাই আমাদের এই রিসর্টে বুকিং নিতে পারবেন ।"

এবিপিটিএর জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লবদা ঝা বলেন,"অত্যন্ত ন্যূনতম খরচে আমরা আমাদের রিসর্টে বুকিং দেব । জনপ্রতি 1 হাজার টাকা করে নেওয়া হবে পর্যটকদের কাছে থেকে । এই 1 হাজার টাকার মধ্যেই থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে । এছাড়া 3-4 জন হলে 900 টাকা নেওয়া হবে । সকালে চা, ব্রেকফাস্ট দেওয়া হবে । দুপুরে ডিমের ঝোল বা মাছের তরকারি দিয়ে লাঞ্চ থাকবে । রাতে মুরগীর মাংস খাওয়ানো হবে । এছাড়া কেউ অন্য কিছু খেতে চাইলে তাও বানিয়ে দেওয়া হবে ন্যূনতম খরচেই ।"

আরও পড়ুন :

ABOUT THE AUTHOR

...view details