পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে মৃত বিজেপির কর্মীর ফের ময়নাতদন্তের নির্দেশ - উলেন রায়

তিন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে । ভিডিয়োগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে ।

Court orders re-postmortem of body of BJP worker ulen roy who died in uttarkanya abhiyan
Court orders re-postmortem of body of BJP worker ulen roy who died in uttarkanya abhiyan

By

Published : Dec 8, 2020, 6:42 PM IST

Updated : Dec 8, 2020, 7:04 PM IST

জলপাইগুড়ি, 8 ডিসেম্বর : মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দেহের ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত ৷ বিজেপির দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তিন চিকিৎসকের উপস্থিতিতে এই ময়নাতদন্ত হবে । করা হবে ভিডিয়োগ্রাফিও ।

আজ জলপাইগুড়ি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন ৷ দিনের আলোয় ময়নাতদন্ত করার পর 11 ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ি পুলিশকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় । তাঁকে ফুলবাড়ির মহারাজা অগ্রসেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । মৃত্যুর পর রাতের অন্ধকারে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয় বলে অভিযোগ করে বিজেপি । সাংসদ জয়ন্ত রায় বলেন, রাতে ময়নাতদন্তের পিছনে নিশ্চয় কোনও কারণ রয়েছে । তাই ফের ময়নাতদন্তের দাবি তুলে আদালতে যায় বিজেপি ৷

জলপাইগুড়ির সাংসদের অভিযোগ, কেউ কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ সেই সব আধিকারিকদের চিহ্নিত করে সাসপেন্ডের দাবি তুলেছেন তিনি ৷ তাঁর কথায়, "আদালত আমাদের কর্মীর মৃতদেহ আবার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে । কেন রাতের অন্ধকারে ময়নাতদন্ত করা হল তা জানতে চেয়ে আমি মেডিকেল কলেজের অধ্যক্ষকেও চিঠি দিয়েছিলাম ৷ তিনি বলেছেন সরকারি নির্দেশে এটা হয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করা হয়নি ৷"

Last Updated : Dec 8, 2020, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details