জলপাইগুড়ি, 18 জুলাই: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে জারি হল গ্রেফতার পরোয়ানা। অভিযুক্ত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ির ভট্টাচার্য দম্পতির আত্মহত্যার সুইসাইড নোটে নাম ছিল কয়েকজনের। এরই মধ্যে একজন সৈকত চট্টোপাধ্যায়। এই মামলায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 16 জুন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ সৈকতের আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। এরপর থেকেই জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যা পলাতক ।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান, জোড়া আত্মহত্যার প্ররোচনায় মামলায় অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্তের কারণেই এই মামলায় সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত 1 এপ্রিল জলপাইগুড়ি পান্ডাপাড়ার ভট্টাচার্য দম্পতি সুবোধ ভট্টাচার্য ও অপর্না ভট্টাচার্য আত্মহত্যা করেন বলে অভিযোগ। দম্পতির আত্মহত্যার পর তাদের বাড়ি থেকে উদ্ধার হয় চার পাতার সুইসাইড নোট। সুইসাইড নোটে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, সোনালি বিশ্বাস, মনোময় সরকার, কাউন্সিলর সন্দীপ ঘোষের বিরুদ্ধে।