জলপাইগুড়ি, 7 অক্টোবর: মাল নদীতে হড়পা বানে 8 জনের মৃত্যুর ঘটনায় একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে ৷ অভিযোগ উঠেছে, মাল নদীর গতিপথ বদল করা হয়েছিল ৷ যে অভিযোগ অস্বীকার করলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা (Course of Mal River Has not Changed) ৷ তিনি জানিয়েছেন, কৃত্রিমভাবে নদীতে চ্যানেল কেটে খাল জলাশয় তৈরি করা হয়ছিল বিসর্জনের জন্য ৷ কারণ, এই সময় মাল নদীতে জলস্তর একেবারে কম ছিল বলে জানান জেলাশাসক ৷ তাই প্রতিমা বিসর্জনের জন্য চ্যানেল তৈরি করে এক জায়গায় জলাশয়ের মতো তৈরি করা হয়েছে (Jalpaiguri DM on Mal River Incident) ৷
জেলাশাসক জানিয়েছেন, ওই জলাশয়ের মধ্যেই বিসর্জন চলছিল ৷ কিন্তু, স্থানীয়ভাবে মেঘভাঙা বৃষ্টির কারণে হড়পা বান চলে আসে ৷ আর ওই কৃত্রিম জলাশয়ের মধ্যে দিয়ে জল ঢুকে লোকজনদের ভাসিয়ে নিয়ে যায় ৷ তবে, এ ক্ষেত্রে নদীর গতিপথ বদল বা অন্যকোনও কারণে নদীর মাঝে বাঁধ দেওয়া হয়নি বলে জানান জেলাশাসক মৌমিতা গোদারা ৷ তিনি এও জানান, পরবর্তী সময়ে এই ঘটনায় একটি তদন্ত করা হবে ৷ সেখানে নদী বিশেষজ্ঞ এবং সেচ দফতরের আধিকারিকরা থাকবেন ৷ সেখানে কোনও গাফিলতি ধরা পড়লে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৌমিতা গোদারা (Jalpaiguri DM Moumita Godara ) ৷