জলপাইগুড়ি, 26 মে:বিয়ের এক বছর যেতে না যেতেই স্বামী-স্ত্রীর আত্মহত্যা ৷ বিষ খেয়ে দম্পতির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তদরি গ্রামপঞ্চায়েত এলাকায় । মৃত দম্পতির নাম জিয়ারুল মহম্মদ (19) এবং আলিমা খাতুন (18) । জানা গিয়েছে, ভালোবেসে একবছর আগে জিয়ারুল এবং আলিমা খাতুন বিয়ে করেছিলেন । তাদের মধ্যে কোনও সমস্যা দেখা যায়নি । কিন্তু হঠাৎ করে আত্মঘাতী হওয়ায় ঘটনায় রহস্য দানা বেঁধেছে ।কী কারণে আত্মহত্যা তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে । জোড়া মৃত্য়ুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷
জানা গিয়েছে, মৃত জিয়ারুল মহম্মদ মান্তদরি গ্রামপঞ্চায়েতের মেনঘরা গ্রামের বাসিন্দা । তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন । পাশের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের পয়াচরি গ্রামে থাকতেন আলিমা খাতুন । বেশ কয়েকবছর ধরেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল ৷ গত বছরই তারা বিয়ে করেছিল ।