শিলিগুড়ি, 19 মার্চ: কোরোনার প্রভাবে উত্তরবঙ্গ ও সিকিমে শুধুমাত্র হোটেল শিল্পে দৈনিক ক্ষতি 11 কোটি টাকা । এই পরিস্থিতিতে ব্যাঙ্ক ঋন ও সরকারকে প্রদেয় নানা করের ক্ষেত্রে ছাড় ও বাড়তি সময় দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী সহ সিকিম ও বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ।
শিলিগুড়িতে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের তরফে রাজ বসু বলেন, ‘‘সিকিম সহ দার্জিলিং পার্বত্য এলাকায় 62 হাজার হোটেল রুম রয়েছে । ডুয়ার্সে হোটেলের রুমের সংখ্যা 8 হাজার । সব মিলিয়ে 70 হাজার হোটেল রুম খালি হয়ে গিয়েছে । পর্যটন ব্যবসার ওপর নির্ভর করেই আমাদের জীবন জীবিকা নির্বাহ হয় । এই পরিস্থিতিতে ব্যাংক ঋণ শোধ করা সহ বিভিন্ন পরিষেবা কর মেটানো কার্যত অসম্ভব । গত কয়েকদিনে কোরোনা আতঙ্কে পর্যটকশূন্য বিস্তীর্ণ এলাকা । এই পরিস্থিতিতে একদিকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীদের চাকরি অক্ষুন্ন রাখা অন্যদিকে ব্যাংক ঋণসহ বিভিন্ন পরিষেবা কর দেওয়া কার্যত অসম্ভব ।’’