পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃদ্ধার মৃত্যুতে কোরোনা আতঙ্ক, বাড়িতে দেহ পৌঁছালেন "অ্যাম্বুলেন্স দাদা" - bike ambulance

কয়েকদিন আগেই মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ৷ সেখানেই তিনি অসুস্থ হন এবং মারা যান৷ তরপরই এলাকায় আতঙ্ক ছড়ায় যে ওই বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৷ বৃদ্ধার দেহ বাড়িতে ফেরানোর জন্য কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না ৷

jalpaiguri
jalpaiguri

By

Published : Jun 8, 2020, 9:23 PM IST

জলপাইগুড়ি, 8 জুন : মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন ৷ সেখানেই মারা যান বৃদ্ধা । তারপরই ছড়িয়ে পড়ে তিনি কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৷ এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ সংক্রমণের ভয়ে মেয়ের বাড়ি থেকে ওই বৃদ্ধার দেহ বাড়িতে ফেরানো যায়নি অ্যাম্বুলেন্স । অবশেষে এগিয়ে এলেন "অ্যাম্বুলেন্স দাদা" করিমুল হক। তিনি তাঁর বাইক অ্যাম্বুলেন্সে ওই বৃদ্ধার মৃতদেহ পৌঁছে দেন ।

জানা গিয়েছে, 79 বছরের ওই বৃদ্ধা কয়েকদিন আগেই তাঁর মেয়ের বাড়ি ক্রান্তির উত্তর খালপাড়াতে যান । সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন । আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷ জলপাইগুড়ির রাজাডাঙা বারোঘরিয়ার বাসিন্দা ওই বৃদ্ধা ৷ এরপরেই বৃদ্ধার মৃতদেহ কীভাবে তাঁর বাড়িতে নিয়ে আসা হবে তা নিয়ে সমস্যা দেখা দেয় । কোরোনা সংক্রমণে মারা গেছেন এমন গুজব ছড়াতেই অ্যাম্বুলেন্স পর্যন্ত পাওয়া যাচ্ছিল না । এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ান পদ্মশ্রী করিমুল হক ৷ অ্যাম্বুলেন্স দাদা হিসেবে তিনি পরিচিত ।

তিনি বলেন, "ওই বৃদ্ধা মেয়ের বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে মারা যান । তারপর থেকেই কোরোনা আতঙ্ক ছড়ায় এলাকায় । এরপরই তাঁকে তার বাড়িতে আনার জন্য কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না । এরপর আমাকে জানায় । আমি আমার বাইক অ্যাম্বুলেন্সে বৃদ্ধার মৃতদেহ বারোঘরিয়া বাজারের বাড়িতে পৌঁছে দেই । এই দুঃসময়ে বৃদ্ধার পরিবারকে সাহায্য করতে পেরে আমার ভালো লাগছে । আমি চাই আমার মতো আরও মানুষ একে অপরের পাশে জন্য সাহায্যের জন্য এগিয়ে আসুক ।"

ABOUT THE AUTHOR

...view details