পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Patient Died in Ambulance : অক্সিজেনের অভাবে অ্যাম্বুলেন্সেই মৃত্যু করোনা রোগীর, ফেলে পালাল ড্রাইভার - জলপাইগুড়িতে অক্সিজেনের অভাবে কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যু

জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কোরোনা আক্রান্ত রোগীকে স্থানান্তরিত করা হচ্ছিল ৷ অভিযোগ, যদিও অ্যাম্বুলেন্সে ছিল না পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ৷ এমনকী মৃত্যুর পর রোগীকে ফেলে পালিয়ে যায় সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ।

Corona Patient Died in Ambulance
অ্যাম্বুলেন্সেই মৃত্যু করোনা রোগীর

By

Published : Dec 21, 2021, 10:49 PM IST

জলপাইগুড়ি, 21 ডিসেম্বর : করোনা রোগীকে পর্যাপ্ত অক্সিজেন ছাড়াই স্থানান্তরিত করে দিয়েছিল সরকারি হাসপাতাল ! অভিযোগ, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের এই গাফিলতিতে অক্সিজেনের অভাবে পথেই মৃত্যু হল করোনা আক্রান্ত রোগীর ৷ মঙ্গলবার রাতে জলপাইগুড়িতে এই ঘটনা ঘটেছে । জানা গিয়েছে, জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কোরোনা আক্রান্ত রোগীকে স্থানান্তরিত করা হচ্ছিল ৷ অভিযোগ, যদিও অ্যাম্বুলেন্সে ছিল না পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ৷ এমনকী মৃত্যুর পর রোগীকে ফেলে পালিয়ে যায় সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ।

মৃতের নাম অনির্বাণ বন্দ্যোপাধ্যায় (42) ৷ জলপাইগুড়ির সার্ফ মোড়ের বাসিন্দা তিনি ৷ মৃতের শাশুড়ি বনানী বন্দ্যোপাধ্যায় জানান, গত রবিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন অনির্বাণ । তিনি দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন । করোনা আক্রান্ত হওয়ার ফলে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । যে কারণে তাঁকে কোভিড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল ৷ আজ সকাল থেকে রোগীর অবস্থার অবনতি হয় ৷ ফলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক ৷ অ্যাম্বুলেন্সে করে যাওয়ার পথে শ্বাসকষ্ট শুরু হয় রোগীর ৷ অভিযোগ, অ্যাম্বুলেন্সে ছিল না পর্যাপ্ত অক্সিজেন ৷ ফলে অক্সিজেনের অভাবে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তাঁর ৷

এখানেই শেষ নয় ৷ রোগীর মৃত্যু হয়েছে জেনে অ্যাম্বুলেন্স মাঝরাস্তায় ফেলে পালায় ড্রাইভার ৷ এরপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মৃতদেহ জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয় ৷ জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস ৷ ঘটনার পর মৃতের পরিবার জলপাইগুড়ি কোভিড হাসপাতালে বিক্ষোভ দেখায় ।

আরও পড়ুন : Omicron dampens Christmas cheer: ওমিক্রন আতঙ্কে বিশ্বে ফিকে বড়দিনের আনন্দ ! ফের লকডাউন, ঘরেও বাধ্যতামূলক মাস্ক

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ড: গয়ারাম নস্কর । তিনি বলেন, রোগীর কিডনির সমস্যা ছিল ৷ করোনা হওয়ার ফলে শারীরিক অবস্থার অবনতি হয় ।তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তিরত করার সময় মহারাজা অগ্রসেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । এরপর রোগীর পরিবার আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নিগ্রহ করায় সে প্রাণভয়ে পালিয়ে গিয়েছে । তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না । তবে মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details