জলপাইগুড়ি , 20 মে : কোরোনা আক্রান্ত এক ছাত্রী জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোভিড হাসপাতাল SARI বিভাগে চিকিৎসাধীন । গতকালই তাঁর কোরোনা ধরা পড়ে ৷ আজ সেই হাসপাতালই স্যানিটাইজ় করে জলপাইগুড়ি দমকল বিভাগের কর্মীরা । স্যানিটাইজ় করার সময় সেখানে ছিলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় ৷ এই কোরোনা রোগী কোভিড হাসপাতালে SARI বিভাগে রয়েছে তা জানতে পেরেই আঁতকে ওঠেন তিনি । পরে সেই হাসপাতাল আবারও স্যানিটাইজ় করা হয় ৷
জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির বাসিন্দা ওই কোরোনা আক্রান্ত ছাত্রী ৷ তিনি নার্সিংয়ের ছাত্রী ৷ কিছুদিন আগেই তিনি কলকাতা থেকে ফিরেছেন ৷ এরপর কোরোনা উপসর্গ নিয়ে 13 মে থেকে ওই ছাত্রীটি SARI বিভাগে চিকিৎসাধীন । তাঁর সোয়াব টেস্ট করানো হলে গতকালই তার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আজ সকালে কোভিড হাসপাতাল স্যানিটাইজ় করতে যান পৌরসভার দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় । তিনি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল থাকাকালীন শহরের স্যানিটাইজ় করার দায়িত্ব পালন করে চলেছেন । আজ ওই হাসপাতাল স্যানিটাইজ় করার জন্য দমকল কেন্দ্রের সঙ্গে পৌরসভার পক্ষ থেকে সৈকত চট্টোপাধ্যায় যান । স্যানিটাইজ় করার পর যখন সকলে ফিরে আসছেন তখন হাসপাতালের কর্মীদের থেকে জানতে পারেন এই হাসপাতালে SARI বিভাগে কোরোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৷ তা জানার পর প্রথমে আঁতকে উঠলেও পরে ফের স্যানিটাইজ় করার কাজ শুরু হয় । এরপর ওই নার্সিং ছাত্রীর সঙ্গে আসা জলপাইগুড়ি শহরের আর এক নার্সিং ছাত্রীর বাড়ির এলাকা স্যানিটাইজ় করা হয় ।