জলপাইগুড়ি, 25 মার্চ : কোরোনা সংক্রমণের চিকিৎসা ও সামগ্রিক পরিস্থিতির মোকাবিলার জন্য জেলা প্রশাসনকে 50 লাখ টাকা দিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। আজ জেলাশাসকের হাতে এই টাকা তুলে দেন তিনি ।
কোরোনা পরিস্থিতির মোকাবিলায় 50 লাখ টাকা দান জলপাইগুড়ির সাংসদের - jalpaiguri mp jayanta roy donates 50 lakh
কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । পরিস্থিতির মোকাবিলায় সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা দান করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ।
দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । এ রাজ্যেও ইতিমধ্যেই একজনের মৃ্ত্যু হয়েছে । পরিস্থিতির মোকাবিলায় জরুরি ত্রাণ তহবিল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী । এই পরিস্থিতিতে জেলাবাসীর সুরক্ষার জন্য সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা দান করলেন জয়ন্তকুমার রায়।
জয়ন্তবাবু বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষদের বলছি আগামী ২১ দিন ঘরে থাকুন । বাড়ির বাইরে বেরোবেন না। এই অবস্থায় আমার জলপাইগুড়ি কেন্দ্রের মানুষদের চিকিৎসার জন্য সাংসদ তহবিল থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ করলাম । যাতে জেলা প্রশাসন রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই টাকা ব্যবহার করতে পারে। জরুরি বিভাগের কর্মী, ডাক্তার, নার্স, সংবাদকর্মী যারা এই সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদের দীর্ঘায়ু কামনা করি।"