পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পরিস্থিতির মোকাবিলায় 50 লাখ টাকা দান জলপাইগুড়ির সাংসদের

কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । পরিস্থিতির মোকাবিলায় সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা দান করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ।

jalpaiguri
ছবি

By

Published : Mar 25, 2020, 9:09 PM IST

Updated : Mar 25, 2020, 9:40 PM IST

জলপাইগুড়ি, 25 মার্চ : কোরোনা সংক্রমণের চিকিৎসা ও সামগ্রিক পরিস্থিতির মোকাবিলার জন্য জেলা প্রশাসনকে 50 লাখ টাকা দিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। আজ জেলাশাসকের হাতে এই টাকা তুলে দেন তিনি ।

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । এ রাজ্যেও ইতিমধ্যেই একজনের মৃ্ত্যু হয়েছে । পরিস্থিতির মোকাবিলায় জরুরি ত্রাণ তহবিল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী । এই পরিস্থিতিতে জেলাবাসীর সুরক্ষার জন্য সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা দান করলেন জয়ন্তকুমার রায়।

সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা দান

জয়ন্তবাবু বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষদের বলছি আগামী ২১ দিন ঘরে থাকুন । বাড়ির বাইরে বেরোবেন না। এই অবস্থায় আমার জলপাইগুড়ি কেন্দ্রের মানুষদের চিকিৎসার জন্য সাংসদ তহবিল থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ করলাম । যাতে জেলা প্রশাসন রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই টাকা ব্যবহার করতে পারে। জরুরি বিভাগের কর্মী, ডাক্তার, নার্স, সংবাদকর্মী যারা এই সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদের দীর্ঘায়ু কামনা করি।"

Last Updated : Mar 25, 2020, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details