জলপাইগুড়ি, 6 মে : কোরোনামুক্ত হলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার 2 জন নার্সিং স্টাফ সহ আরও 1 জন । গতকাল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোরোনা হাসপাতাল থেকে 4 জনকে ছুটি দেওয়া হয় । সেখান থেকে সুস্থ হয়ে ওঠা 4 জন স্বাস্থ্য কর্মীকে এদিন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
কোরোনামুক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ 4
জলপাইগুড়িতে কোরোনা মুক্ত হলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার 2 জন নার্সিং স্টাফ সহ আরও 1 জন । সুস্থ হয়ে ওঠা স্বাস্থ্য কর্মীদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বর্তমানে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে SARI বিভাগে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 11 জন। উত্তরবঙ্গের কোরোনা মোকাবিলার দায়িত্বে থাকা OSD ডাঃ সুশান্ত রায় জানান, “ মানুষ অযথা আতঙ্ক ছড়াচ্ছেন আমরা তার জন্য প্রচার চালাচ্ছি। ভিন রাজ্য থেকে যারা আসবেন তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে ।" কোরোনামুক্ত হওয়া নার্সরা জানান, “সঠিক চিকিৎসা পেলে সবাই সুস্থ হয়ে যাবেন। আতঙ্কের কিছু নেই। আমরাও সুস্থ হয়েছি। আর আতঙ্ক ছড়াবেন না ।গুজব ছড়াবেন না ।"
ডাঃ সুশান্ত রায় বলেন, “ কোরোনা পজ়িটিভ 4 জন স্বাস্থ্য কর্মীকে আজকে কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল । সুস্থ হয়ে ওঠা 4 জনের মধ্যে দু'জন নাগরাকাটা শুল্কা পাড়ার দুইজন নার্স, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও জলপাইগুড়ি সদর হাসপাতালের সহকারী সুপার রয়েছেন। তাঁদের লালারস ফের পরীক্ষার পর নেগেটিভ আসে তাই তাঁদের ছাড়া হল।”